Winter In Kolkata : শীতের জন্য হা-পিত্যেশ! কলকাতায় পারদ পতন কবে? – west bengal weather update temperature may fall from third week of december in kolkata


জাঁকিয়ে ঠান্ডা অধরাই। এখনও হাড় কাঁপানো শীতের প্রতীক্ষায় বাঙালি। এদিকে ঘূর্ণিঝড় মনদৌসের জন্য টানা বৃষ্টিপাতের হচ্ছে চেন্নাইতে। আজও সেভাবে অবস্থার উন্নতির বিশেষ সম্ভাবনা নেই। চেন্নাইয়ে আগামী ৪৮ ঘণ্টা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে সেখানে পরিস্থিতির সামান্য উন্নতি হতে চলেছে।

আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

এদিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। সকালের দিকে শীত শীত অনুভূত হলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ। রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি এবং গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ।

West Bengal Weather Forecast: দিঘার তাপমাত্রা ছুঁয়েছে জলপাইগুড়িকে, সপ্তাহান্তে পারদ ঊর্ধ্বমুখী কলকাতায়
কী অবস্থান ঘূর্ণিঝড় মনদৌসের?
এই ঘূর্ণিঝড় মহাবলিপুরম পার করেছে শনিবার। রবিবার তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। চেন্নাইয়ের পাশাপাশি কৃষ্ণগিরি, ধর্মপুর, সালেমেও এর প্রভাব পড়তে চলেছে। চলবে বৃষ্টিপাত। সোমবার থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হবে। তামিলনাড়ু উত্তর উপকূল এবং রায়লসীমাতে এই ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে।

রাজ্যে জাঁকিয়ে শীত কবে?
শীতপ্রেমীদের হতাশ করছে আবহাওয়ার মতি-গতি। গত শুক্রবার শহর কলকাতার তাপমাত্রা নেমেছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল মরশুমের শীতলতম দিন। এরপর শনি এবং রবিবার সেভাবে শীতের কামড় উপভোগ করতে পারেনি শহরবাসী। পূর্ব ভারতের সব রাজ্যেই আগামী কয়েক দিন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, ঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করেছে ঢুকছে রাজ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশ থাকছে মেঘলা। আর এর দরুনই কার্যত বাড়বে রাতের তাপমাত্রা।

Kolkata Tourist Places: এক টিকিটেই নিক্কো থেকে ইকো পার্ক! বড়দিনের আগে বড় উপহার মন্ত্রী বাবুলের
রাজ্যে কি মনদৌসের কোনও প্রভাব পড়বে?
আলিপুর আবহাওয়া দফতর অবশ্য এই বিষয়ে আশার কথা শোনাচ্ছে। এখনই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই উত্তর বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া।

রাজ্যে কবে জাঁকিয়ে শীত?

জানা যাচ্ছে, ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যে। রাজ্য়ের তাপমাত্রা নামতে পারে এক ধাক্কায় অনেকটাই। জেলাগুলিতে পারদ পতন অব্যাহত। যেহেতু দুই বঙ্গেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই তাই তাপমাত্রাও বিশেষ বাড়বে না।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *