Dhulokona Serial: ৫০০র বেশি পর্ব পেরিয়ে শেষ ধূলোকণা – bengali popular serial dhulokona crosses 500th episode


Embed

শেষ হয়ে গেল আরও একটি জনপ্রিয় সিরিয়াল ধূলোকণার (Dhulokona) পথ চলা। মানালী এবং ইন্দ্রাশিষের এই সিরিয়ালের সঙ্গে বড় অদ্ভূত সম্পর্ক ছিল দর্শকের। কখন এই সিরিয়ালকে মাথায় করে রাখতেন দর্শক আবার কখনও জাস্ট খারিজ করে দিতেন। কিন্তু শেষ ল্যাপে এসে মোক্ষম চালে বদলে গেল পুরো সিন। লালন ফুলঝুরির দূরে যাওয়া আবার ধূলোকণার কাছে ফিরিয়ে আনল দর্শককে। কিন্তু দর্শকের সঙ্গে আপাতত সম্পর্কের ইতি টানল ধারাবাহিকটি। শেষ দিনের শ্যুটিংয়ের কিছু ছবি ফ্রেমবন্দি করলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী… দেখুন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *