Visva Bharati University : লিখিত অভিযোগ জমা পড়েনি, অচলাবস্থার জন্য ছাত্র-ছাত্রীদের কোর্টে বল ঠেলল বিশ্বভারতী কর্তৃপক্ষ – visva bharati university authorities blamed the students for the deadlock situation


বিগত কুড়ি দিন ধরে চলছে ছাত্র-ছাত্রীদের অবস্থান বিক্ষোভ। ঘরবন্দী হয়ে রয়েছেন ঐতিহ্যশালী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় ছাত্র-ছাত্রীরা। কিন্তু ছাত্র-ছাত্রীরা আদৌ তাঁদের অভিযোগ লিখিত আকারে কর্তৃপক্ষকে জানায়নি বলে এবার দাবি বিশ্বভারতীর (Visva Bharati University)। সোমবার বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে জানানো হয়, লিখিত কোনও অভিযোগ জমা দেওয়ার কারণে ঠিক কী নিয়ে ছাত্র-ছাত্রীদের অসন্তোষ, তা পরিষ্কার নয়। পাশাপাশি কর্তৃপক্ষের বক্তব্য, ছাত্র-ছাত্রীদের অনড় অবস্থানে আটকে রয়েছে উপাচার্য, আটকে রয়েছে বিশ্ববিদ্যালয়ের একাধিক গুরুত্বপূর্ণ কাজ। লিখিত অভিযোগ জানানো হলে পুরো বিষয়টি আলোচনার টেবিলে সমাধান হবে বলে দাবি কর্তৃপক্ষের।

Visva Bharati University : ছাত্র আন্দোলনের জের, স্থগিত বিশ্বভারতীর সমাবর্তন উৎসব
পড়ুয়াদের দাবি, বিশ্বভারতীর উপাচার্যের স্বৈরাচারী মনোভাব, অধ্যাপক ও পড়ুয়াদের সাসপেনশন সহ একাধিক দাবির পরিপ্রেক্ষিতে পদত্যাগ করতে হবে। তার জন্যেই অবস্থান বিক্ষোভ চলছে ছাত্র-ছাত্রীদের। সেই নিয়েই সোমবার, বিশ্বভারতীর তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্ম সচিব অশোক মাহাতো, জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক অমিত হাজরা সহ বিশ্বভারতীর সমস্ত বিভাগের বিভাগীয় প্রধানরা। বৈঠকে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়, ছাত্র-ছাত্রীদের তরফে এখনও পর্যন্ত কোনওরকম লিখিত আবেদন করা হয় নি। সে কারণে জানা যাচ্ছে না তাঁদের সঠিক অভিযোগ। এর ফলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি দাবি করা হয়, ছাত্র-ছাত্রীদের একটাই দাবি উপাচার্যের পদত্যাগ, এ বিষয়ে আলোচনাও সম্ভব নয়।

Visva Bharati University : পুলিশি সহায়তায় বিশ্বভারতীর উপাচার্যের বাইরে আসার চেষ্টা, গাড়ির সামনে শুয়ে পড়ল পড়ুয়ারা
দীর্ঘ কুড়ি দিন ধরে উপাচার্য বাড়িতে আটকে থাকার কারণে বিশ্বভারতীর প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। আটকে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কাজ। সমাবর্তন অনুষ্ঠান সহ বিশ্বভারতীর নানান অনুষ্ঠানও করা সম্ভব হয়ে উঠছে না। উপাচার্য বাসভবন থেকে বেরোতে না পারলে বিশ্বভারতীর এই অচল অবস্থাও কাটবে না বলে দাবি করেন কর্তৃপক্ষ। তবে এদিন সাংবাদিক বৈঠকে সমাবর্তন অনুষ্ঠান কোনও বিজ্ঞপ্তি ছাড়াই কেন বাতিল করা হল সে নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি কর্তৃপক্ষ।

Visva Bharati University Protest: উপাচার্যের পদত্যাগের দাবিতে শান্তিনিকেতনে অভিনব প্রতিবাদ, মশাল নিয়ে সংগীত মিছিল পড়ুয়াদের
সব কিছুর মাঝেই ছাত্ররা প্রশ্ন তুলছেন, বিশ্বভারতী কর্তৃপক্ষ ছাত্রদের সঙ্গে ডেকে বা আন্দোলনস্থলে গিয়ে আলোচনার মাধ্যমে কেন সমস্যা সমাধানের প্রচেষ্টা করছেন না ? পড়ুয়াদের দাবি, পুত্রসম পড়ুয়ারদের সঙ্গে সহানুভূতি তো দূরে থাক, বিশ্বভারতী কর্তৃপক্ষ তিনজন অধ্যাপক এবং চারজন পড়ুয়ার নামে ক্ষতিপূরণ মামলা করেছে বোলপুর আদালতে। ফলত, এই পরিস্থিতির জেরে শেষমেষ বিশ্বভারতীর অচল অবস্থা কবে কাটবে সেটাই এখন প্রশ্নচিহ্নের মুখে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *