
মনদৌস সরতেই ঠান্ডা ফিরল বঙ্গে
কলকাতা শহরে ফের শীতের আমেজ (Winter In Kolkata 2022)। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি ছিল। সপ্তাহের শুরু থেকেই পারদ পতন। চলতি সপ্তাহ জুড়েই শীতের শিরশিরানি বজায় থাকবে শহরে। এ রাজ্যে সাইক্লোন মানদৌসের (Cyclone Mandous) সরাসরি কোনও প্রভাব পড়েনি। কিন্তু, তার ছেড়ে যাওয়া জলীয় বাষ্প উত্তর পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হাওয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশের ক্ষেত্রে বাধা দিয়েছে। রবিবার বিকেলের পর সেই বাধা কেটে যেতেই ফের উত্তুরে হাওয়ার প্রবেশ অবাধ। আপাতত আর কোনও বাধা না থাকায় এই হাওয়ার প্রবেশ অব্যাহত থাকবে। ফলে ৪৮ ঘণ্টার মধ্যে দিনের ও রাতের তাপমাত্রা আরও কিছুটা নামার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সপ্তাহের মাঝামাঝি ফের ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ নামার সম্ভাবনা রয়েছে।
কোন জেলায় কতটা নামল পারদ?
কলকাতায় সহ গোটা রাজ্যেই তাপমাত্রা (Temperature Today) কমেছে ঘটেছে। যদিও রবিবার কিছুটা বেশি ছিল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী,
আসানসোল- ১১.৬ ডিগ্রি সেলসিয়াস
বহরমপুর- ১৪ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া- ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস
বিষ্ণুপুর- ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস
বর্ধমান- ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস
কোচবিহার- ১২.৬ ডিগ্রি সেলসিয়াস
দার্জিলিং- ৭ ডিগ্রি সেলসিয়াস
ডায়মন্ড হারবার- ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস
দিঘা- ১৭.২ ডিগ্রি সেলসিয়াস
জলপাইগুড়ি- ১৩ ডিগ্রি সেলসিয়াস
কালিম্পং- ১১.৩ ডিগ্রি সেলসিয়াস
দমদম- ১৯ ডিগ্রি সেলসিয়াস
সল্টলেক- ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস
হাওড়া- ১৫ ডিগ্রি সেলসিয়াস
কৃষ্ণনগর- ১৩.২ ডিগ্রি সেলসিয়াস
মালদা- ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস
শিলিগুড়ি- ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস
শ্রীনিকেতন- ১২.১ ডিগ্রি সেলসিয়াস
সুন্দরবন- ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস