‘আমাকে একটা রাত দিতে হবে’! পুরসভার মহিলাকর্মীকে বললেন কাউন্সিলর… FIR lodged against TMC Councilkor for giving dirty proposal to woman in Kharagpur


ই গোপী: ‘আমাকে একটা রাত দিতে হবে’! পুরসভার অস্থায়ী মহিলা কর্মীকে কুপ্রস্তাব? তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। বাইরে অভিযুক্তের বিরুদ্ধে স্লোগান দিলেন দলেরই মহিলা কর্মীরা। দাঁইহাটের পর এবার খড়গপুর।

ঘটনাটি ঠিক কী? খড়গপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর ঘোষ। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক মহিলা। খড়গপুর পুরসভায় চুক্তিভিত্তিক পদে কর্মরত তিনি। ওই মহিলার দাবি, ফেসবুকে তৃণমূল কাউন্সিলর নাকি তাঁকে বলেছেন, ‘তোমার যা লাগবে, আমি সব দেব। তোমাকে শুধু এক রাত আমাকে দিতে হবে’! এমনকী, থানায় অভিযোগ জানিয়েও লাভ হবে না বলে হুমকিও দেন  প্রবীর ঘোষ!

এদিকে দলের অভিযুক্ত কাউন্সিলের বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূলের মহিলা কর্মীরা। এদিন খড়গপুর টাউন থানার বাইরে বিক্ষোভ দেখান তাঁরা। সোশ্যাল মিডিয়ায় কাউন্সিলরের সঙ্গে কথোপকথনে স্ক্রিনশট-সহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুরসভার অস্থায়ী মহিলা কর্মী।

আরও পড়ুন: Elephant Attack: ভোরে ঘর থেকে বেরিয়েই হাড়হিম যুবকের, মুহূর্তে শূন্য তুলে নিল দাঁতাল….

এর আগে,  দাইঁহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডলের ‘কীর্তি’তে বিড়ম্বনায় তৃণমূল। কেন? চাকরি আশায় পুরপ্রধানের দ্বারস্থ হয়েছিলেন এক তরুণী। অভিযোগ, তাঁকে নাকি কুপ্রস্তাব দিয়েছেন শিশির! ভিডিয়ো ও অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। দলের নির্দেশ মেনে শেষপর্যন্ত পদত্যাগ করতে হয় অভিযুক্তকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *