মেসি-লুকা মদ্রিচের বদলে মেগা সেমিতে নায়ক হতে পারেন দুই দলের গোলকিপার! জেনে নিন টাইব্রেকারের ইতিহাস


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টা পরেই লুসেল স্টেডিয়ামে (Lusail Iconic Stadium) চলতি কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রথম সেমি ফাইনাল। আর্জেন্টিনা (Argentina) গত কাপ যুদ্ধে হারের বদলা নিতে মরিয়া হয়ে আছে। তেমনই আবার ক্রোয়েশিয়া (Croatia) এই মেগা মঞ্চে আলবেসেলেস্তেদের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করতে চায়। দুই দলে দুই মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi) ও লুকা মদ্রিচ (Luka Modric) আছেন। তেমনই সাইডলাইনের ধারে দুটি দলকে পরিচালনা করবেন দুই ক্ষুরধার হেড কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) ও জাল্টকো দালিচ (Zlatko Dalic)। তবে গত কয়েকটি নক আউট ম্যাচের মতো শেষ চারের এই ম্যাচের ফলাফলও টাইব্রেকারে হতে পারে। সেইজন্য একেবারে তৈরি দুই দলের দুই গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez) ও ডমিনিক লিভাকোভিচ (Dominik Livakovic)। 

নীল-সাদা বাহিনীর গোলকিপার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুটি সেভ করেছিলেন। ফলে শেষ হাসি হেসেছিল মেসির দল। অন্যদিকে এবার ফর্মের তুঙ্গে আছেন ক্রোয়েট গোলকিপার লিভাকোভিচ। চাপের মুখে গত দুই ম্যাচে দলকে জিতিয়েছে তাঁর জোড়া গ্লাভস। প্রি কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে অপ্রতিরোধ্য হয়ে ওঠার পর, গত ম্যাচে কাঁদিয়ে ছিটকে দিয়েছিলেন ব্রাজিলকে। তাই প্রথম সেমি ফাইনাল যদি টাইব্রেকার পর্যন্ত গড়ায় তাহলে, দুই দলের শেষ দুই প্রহরীর দিকে বিশেষ নজর তো থাকবেই।

আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup 2022: বদলার মেজাজে থাকা মেসির আর্জেন্টিনাকে ‘ভয়’ পাচ্ছেন ক্রোয়েশিয়ার কোচ জাল্টকো দালিচ

আরও পড়ুন: FIFA World Cup 2022: আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করা ড্যানিয়েল ওরসাতো সেমিতে মেসি-মদ্রিচদের সামলাবেন, দেখে নিন বায়োডেটা

বিশ্বকাপ ইতিহাসে এই দুই দলের টাইব্রেকারে পারফরম্যান্স কেমন? দেখে নেওয়া যাক… 

আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup 2022: মেসি কি আর জাতীয় দলের হয়ে খেলবেন? ডি মারিয়াকে শুরু থেকে খেলাবেন? বড় আপডেট দিলেন স্কালোনি

আরও পড়ুন: Lionel Messi and Luka Modric, FIFA World Cup 2022: জয়ের হ্যাটট্রিক করে ফের একবার মেসির আর্জন্টিনার চোখে জল আনতে মরিয়া লুকা মদ্রিচ

এবার বিশ্বকাপে টাইব্রেকারের ইতিহাসের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক… 

বিশ্বকাপের টাইব্রেকারের প্রস্তাব প্রথম তোলা হয় ১৯৭০ সালে। তবে এটা চালু হতে লেগে যায় আরও আট বছর। সরকারি হিসেব অনুসারে ১৯৭৮ সালের বিশ্বকাপে প্রথমবার টাইব্রেকারের আবির্ভাব ঘটে। তবে সেবার বিশ্বকাপে টাইব্রেকারের দরকার পড়েনি। প্রথম টাইব্রেকারের দরকার পড়ে ১৯৮২ বিশ্বকাপে জার্মানি বনাম ফ্রান্স সেমি ফাইনালে। 

সেই থেকে এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মোট ৩৪টি ম্যাচের ফলাফল টাইব্রেকারে হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ছ’বার টাইব্রেকারে গিয়ে ফল পেয়েছে আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনা আজ সেমিফাইনালে খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। চলতি বিশ্বকাপে চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে দুটির ফল নির্ধারিত হয়েছে টাইব্রেকারে। কাকতালীয়ভাবে টাইব্রেকারে জয়ী দুটি দল আর কয়েক ঘন্টা পর মুখোমুখি হবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *