স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে আসানসোল (Asansol) উত্তর থানার অন্তর্গত কাল্লা রোডে RPF ব্যারাকের সামনে। মঙ্গলবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তায় (Bus Accident) উলটে যায়। দুর্ঘটনায় আরও ৯ জন বাস যাত্রী আহত হয়েছেন। যাঁদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাসটির সামনে একটি স্কুটার চলে এসেছিল। বাসটি স্কুটারটিকে বাঁচাতে যায়। যদিও শেষ পর্যন্ত স্কুটারকে ধাক্কা মেরে বাসটি RPF ব্যারেকের পাঁচিলের উপর উলটে যায়। বাসের ভেতর থাকার যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে শুরু করে। সেই চিৎকার শুনে RPF ব্যারাক থেকে RPF জওয়ানরা ছুটে আসেন। তাঁরাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগায়। খবর দেওয়া হয় আসানসোল উত্তর থানায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল উত্তর থানার পুলিশ (Asansol North Police Station)।
বাস উল্টে যাওয়ার ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। তাঁরাও উদ্ধার কাজে হাত লাগান। স্থানীয় বাসিন্দা এবং আসানসোল উত্তর থানার পুলিশ (Asansol North Police Station) এসে আহত যাত্রীদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা। জানা গিয়েছে, মৃত দু’জনের মধ্যে একজন ECL কর্মীও রয়েছেন। বাকি আহতদের চিকিৎসা চলছে আসানসোল জেলা হাসপাতালে (Asansol District Hospital)।
RPF ব্যারাকের এক কর্মী জানান, মিনি বাসটি বেপরোয়া গতিতে ছুটে আসছিল। অন্য গাড়ির সঙ্গে রেষারেষি করার জন্য বাসের গতি ছিল খুব বেশি। এরই সময়ে একটি স্কুটার মিনি বাসের সামনে এসে পড়ে। তখন বাসটি স্কুটারটিকে বাঁচাতে যায়। স্কুটারটিকে বাঁচানোর সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্কুটারটিকে ধাক্কা মেরে RPF ব্যারেকের পাঁচিলের উপর গিয়ে উল্টে পড়ে বাসটি। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা একাধিক যাত্রী গুরুতর আহত হন। চিৎকার শুনে ছুটে আসেন RPF ব্যারাকের কর্মীরা। তাঁরা প্রত্যেকে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহত যাত্রীদের বের করে আনার চেষ্টা করেন। দুর্ঘটনার জেরে রাস্তায় কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বেপরোয়া ভাবে গাড়ি যাতায়াত করার জন্য পুলিশকে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।