Awas Yojana Helpline Number : আবাস যোজনা নিয়ে সাহায্য প্রয়োজন? পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারা সেভ করুন এই নম্বরগুলি – pradhan mantri gramin awas yojana helpline number for east and west midnapore


Pradhan Mantri Awas Yojana : আপনি কি পূর্ব বা পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা ? আবাস যোজনা নিয়ে আপনার কোনও অভিযোগ বা বক্তব্য আছে ? আপনার মহকুমা অঞ্চল অনুযায়ী সরাসরি অভিযোগ পৌঁছে দিতে পারেন সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের কাছে। তার জন্য মহকুমা ভিত্তিক নির্দিষ্ট ফোন নম্বর (Helpline Number) চালু করা হল জেলা প্রশাসনের তরফে।

পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দাদের জন্য –

জেলার মেদিনীপুর মহকুমার (Medinipur Sub Division) জন্য কন্ট্রোল রুমের ফোন নম্বর হল – ০৩২২২-২৭৫৩৩০, খড়গপুর মহকুমা (Kharagpur Sub Division) জন্য নম্বর – ০৩২২২-২২৫৫১৩ এবং ঘাটাল মহকুমাবাসীদের (Ghatal Sub Division) জন্য যোগাযোগ নম্বর – ০৩২২২-২৫৫১৪৫।

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনা নিয়ে বিক্ষোভ অব্যাহত, গ্রামবাসীদের বাধার মুখে সমীক্ষা কর্মীরা
পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দাদের জন্য –

এছাড়া হলদিয়া মহকুমার বাসিন্দারা বিশেষ প্রয়োজনে 8373063007-নম্বরে, কাঁথি মহকুমা 8373063008, তমলুক 8373063006 এবং এগরা মহকুমার বাসিন্দারা 8373063009 এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

Pradhan Mantri Awas Yojana : পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম, অভিযোগ তুলে সরব বিজেপি
আবাস যোজনা (Pradhan Mantri Gramin Awas Yojana) নিয়ে অভিযোগের বাড়বাড়ন্তের কারণে সংশ্লিষ্ট জেলার প্রতিটি সরকারি দফতরেই ‘অভিযোগ বাক্স‘ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শুরু থেকেই। তবে কন্ট্রোল রুমে ফোন করে যাতে উপভোক্তারা তাঁদের অসুবিধার কথা জানাতে পারেন, তাঁদের অভিযোগ যাতে গ্রহণ করা হয় এবং পরবর্তীকালে অভিযোগ খতিয়ে দেখা হয় সে ব্যাপারে ইতিমধ্যেই কড়া নির্দেশ এসেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে। উপরোক্ত নম্বরগুলো যাতে সবসময় চালু থাকে, যান্ত্রিক গোলযোগ যাতে না থাকে, সে ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়েছে।

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনার সুবিধা না পাওয়ার অভিযোগে গ্রামজুড়ে পোস্টার, শোরগোল দাসপুরে
বিগত কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার ঘাটাল মহকুমার BDO অফিসগুলিতে লক্ষ্য করা গিয়েছে প্রচুর সাধারণ মানুষ অভিযোগ জানাতে আসছেন। তাঁরা আবাস যোজনার সঠিক উপোভোক্তা কিন্তু তাঁদের তালিকায় নাম নেই, এরকমই অভিযোগ তাঁদের। তাঁদের কথায়, গ্রামগঞ্জে যে সমস্ত ব্যক্তিদের পাকার বাড়ি রয়েছে তাঁদের আবাস যোজনার নামের তালিকায় রয়েছে নাম। চন্দ্রকোনা ১ ও ২ নম্বর ব্লকের ব্লক প্রশাসনের কাছে এমনই প্রতিনিয়ত অনেক মানুষ অভিযোগ নিয়ে আসছেন আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য।

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনায় নাম ওঠেনি, পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে গ্রামবাসীরা
ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলার দাসপুরে (Daspur) সড়বেরিয়া গ্রাম পঞ্চায়েতের তাতারপুর গ্রামে আবাস যোজনার তালিকায় নাম না থাকায় ইতিমধ্যেই গ্রামজুড়ে পোস্টারও পড়েছে বলে জানা গিয়েছে৷ পূর্ব মেদিনীপুর জেলাতেও একাধিক জায়গায় বিক্ষোভ দেখা গিয়েছে আবাস যোজনায় অনিয়মের অভিযোগ তুলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *