Bagtui Massacre Lalan Sheikh: লালন শেখের রহস্য মৃত্যুতে ধুন্ধুমার, CBI-র অস্থায়ী অফিস ঘেরাও শয়ে শয়ে গ্রামবাসীর – bagtui massacre main accused lalan sheikh murder case rampurhat cbi camp blocked by villagers


Rampurhat: বগটুইকাণ্ডে (Bagtui Massacre) প্রধান অভিযুক্ত লালন শেখের (Lalan Sheikh) CBI হেফাজতে অস্বাভাবিক মৃত্যুর পর রীতিমতো উত্তপ্ত রামপুরহাট। CBI-র অস্থায়ী ক্যাম্পের বাইরে শয়ে শয়ে গ্রামবাসী জড়ো হয়েছেন। সকাল থেকে ক্যাম্প অফিসের বাইরে চলছে বিক্ষোভ। অস্থায়ী অফিসের মধ্যে CBI আধিকারিকরা কার্যত বন্দি হয়ে রয়েছেন। বিক্ষোভকারীদের অনেকে সিবিআইয়ের অস্থায়ী অফিসে ঢুকে পড়া চেষ্টা করে। সেখানে মোতায়েত আধা সামরিক বাহিনীর জওয়ানরা কোনওক্রমে পরিস্থিতি সামাল দিয়েছেন।

Bagtui Massacre Lalan Sheikh: লালনের অস্বাভাবিক মৃত্যুর বিভাগীয় তদন্ত শুরু সিবিআইয়ের, খুনের মামলা দায়ের রাজ্য পুলিশের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসের বাইরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অফিসের বাইরে থাকা গার্ডরেল উপড়ে ফেলে অফিসে ঢুকে পড়ার চেষ্টা করেন বিক্ষোভকারীদের একাংশ। গাড়ির প্রস্তুত থাকা সত্ত্বেও ক্যাম্প অফিসের বাইরে বের হতে পারেননি DIG CBI। বিক্ষোভকারীদের তরফে পার্শ্ববর্তী জাতীয় সড়কও অবরোধ করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে।

Lalan Sheikh: ‘ঘুষ খেয়ে সিবিআই আমার স্বামীকে মেরেছে’, বিস্ফোরক হেফাজতে মৃত লালনের স্ত্রী
সিবিআইয়ের তরফে খবর দেওয়া ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। তাদের তরফে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা হলেও কোনও লাভ হয়নি। বগটুইকাণ্ডে অন্যতম অভিযুক্ত জাহাঙ্গির শেখকে আজ আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু, বিক্ষোভের মুখে পড়ে তাঁকে নিয়ে বাইরে বেরোতে সমস্যার মুখে পড়ের CBI আধিকারিকরা। বিক্ষোভকারীদের তরফে শেষমেশ একটি গাড়িকে বেরোনোর অনুমতি দেওয়া হলেও হঠাৎ করে গাড়িতে চড়াও হন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের একপ্রস্থ বচসাও হয়। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, তাদের ওপর লাঠি চার্জ করা হয়েছে।

Bagtui Incident: বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের CBI হেফাজতে মৃত্যু, তীব্র চাঞ্চল্য
বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী এই ঘটনা প্রসঙ্গে বলেন, “আমার সিবিআই আধিকারিকদের কথা অনুযায়ী বাইরের বিক্ষোভকারী ও মৃতের পরিবারের সদস্যদের বুঝিয়েছি। সেই অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এক অভিযুক্তকে আদালত পেশ করা হয়েছে।”

উল্লেখ্য, লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর পর সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী রেশমা বিবি। ইতিমধ্যেই পুলিশে FIR দায়ের করেছেন তিনি, যার ভিত্তিতে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করে অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। লালনের স্ত্রী CID তদন্তেরও দাবি জানিয়েছেন। অন্যদিকে লালনে অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে CBI-র তরফে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বগটুইয়ের মতো হাড়হিম সন্ত্রাসের প্রধান অভিযুক্তের সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্য়ু ঘিরে সিবিআইয়ের ভূমিকা কার্যত প্রশ্নের মুখে পড়েছে। এই মামলা কোন দিকে যায়, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *