Barasat Police : চলন্ত বাসে ৫০ হাজার টাকা ছিনতাই, তদন্তে বারাসত পুলিশ – fifty thousand rupees stolen from running bus in barasat


West Bengal News : বাসের মধ্যেই দম্পতির থেকে ৫০ হাজার টাকা পকেটমারির অভিযোগ৷ বারাসত থানায় (Barasat Police Station) অভিযোগ দায়ের পরিবারের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বামনগাছি থেকে বাসে করে বারাসত (Barasat) আসার পথেই ৫০ হাজার টাকা পকেটমারি হয়। দম্পতির দাবি, তাঁদের সঙ্গেই বামনগাছি থেকে তিনজন মহিলা বাসে ওঠেন৷ পরে তিনজনকেই কন্ডাক্টর বাস থেকে নামিয়ে দেন এবং সকলকে এরা পকেটমার বলে সাবধানও করেন৷ এরপর ব্যাগে টাকার হদিশ না মেলায় বারাসত থানায় (Barasat Police Station) লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী-স্ত্রী৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে CCTV ফুটেজ দেখে তিন মহিলার খোঁজে তল্লাশি শুরু করেছে।

Uttar 24 Pargana : নর্দমার পাশ থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য কাঁচরাপাড়ায়
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে বামনগাছির বাসিন্দা আমিনুল মল্লিক ও তাঁর স্ত্রী ছেলের জন্য কম্পিউটার কিনতে ব্যাগে করে ৫০ হাজার টাকা নিয়ে মধ্যমগ্রামের (Madhyamgram) সাঝিরহাটে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে বামনগাছি থেকেই তিনজন মহিলা ওঠে বাসে বলে দাবি। আরও দাবি, DN 44 রুটের বাসটি বারাসত চাঁপাডালি আসার পর কন্ডাক্টরের সন্দেহ হলে ওই তিন মহিলাকে বাস থেকে নামিয়ে দেন এবং এদের পকেটমার বলে সকলকে সাবধানও করে।

Recruitment Scam : চাকরির টোপ দিয়ে ধর্ষণ-ব্ল্যাকমেলের অভিযোগ, নারায়ণগড়ে ধৃত যুবক
এরপরই সঙ্গে সঙ্গে আমিনুলের স্ত্রী ব্যাগে রাখা ৫০ হাজার টাকা চেক করতে গিয়েই চোখ কপালে ওঠে তাঁদের৷ তাঁরা দেখেন, ব্যাগ ফাঁকা। কখন ভিড়ের মধ্যে চামরার ব্যাগ থেকে ৫০ হাজার টাকা তুলে নিয়েছে ছিনতাইবাজরা, তা ঘুণাক্ষরে টেরও পাননি বলেই দাবি দম্পতির৷ ওই তিন মহিলাই টাকাটা ব্যাগ থেকে হাতিয়ে নিয়েছেন বলে দাবি তাঁদের। অবশেষে বারাসত চাঁপাডালি মোড়ে নেমে অনেক খোঁজাখুঁজি করেও তিন মহিলার কোনও সন্ধান মেলায়, বারাসত থানার দ্বারস্থ হয় দম্পতি। বারাসত থানায় (Barasat Police Station) লিখিত অভিযোগ জানান তাঁরা। সেখানে বাসে থাকা তিন মহিলার কথাও উল্লেখ করেন বলে জানা গিয়েছে৷

Jalapaiguri News : জলপাইগুড়িতে নাবালিকা অপহরণের অভিযোগ, অভিযুক্ত যুবকের খোঁজে পুলিশ
আমিনুল মল্লিক বলেন, “সাঝিরহাটে যাচ্ছিলাম ছেলের জন্য কম্পিউটার কিনতে৷ তিনজন মহিলা আমাদের সঙ্গেই বাসে ওঠে৷ এক মহিলা আমার স্ত্রী গায়ের সঙ্গে সেঁটে ছিলেন৷ চাঁপাডালি মোড়ে ওরা পকেটমার বলে কন্ডাক্টর বাস থেকে বাসিয়ে দেওয়া হয়৷ এরপর আমার স্ত্রী ব্যাগ চেক করেই দেখে টাকা নেই৷ সঙ্গে সঙ্গে আমরা নেমেও ওদের ধরতে পারিনি৷ এরপর থানায় লিখিত অভিযোগ জানাই৷” অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ (Barasat Police Station)৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগপত্রে উল্লেখিত ওই তিন মহিলাকে CCTV দেখা গিয়েছে এবং তাদের সঙ্গে দু’টি শিশুও ছিল বলে ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনার তদন্তে নেমে ওই তিন মহিলার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *