অব্যাহত রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ। তবে এখনও পর্যন্ত এই সমস্যার কোনও জট কাটেনি। মঙ্গলবার এনিয়ে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যকর্তাদের পূর্ব ঘোষিত বৈঠক বাতিল করা হয়।
হাইলাইটস
- ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল কলকাতা মেডিক্যাল কলেজ
- মঙ্গলবার এনিয়ে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যকর্তাদের পূর্ব ঘোষিত বৈঠক বাতিল করা হয়
- অনশন না তুললে কোনও আলোচনা নয় বলে স্বাস্থ্যভবনের তরফে জানানো হয়েছে
সূত্রের খবর, অনশন না তুললে কোনও বৈঠক নয়, সাফ জানিয়েছে স্বাস্থ্যভবন। আর তার জেরেই মেডিক্যাল কলেজের অনশনরত পড়ুয়াদের ভবিষ্যত কী, তা নিয়ে টানাপোড়েন চলছেই। ছাত্রভোটের দাবিতে অনশন চালাচ্ছেন কলকাতা মেডিক্যাল কলেজের সাত পড়ুয়া। তাঁদের মধ্য়ে অসুস্থ হয়ে সিসিইউতে ভরতি এক আন্দোলনকারী। জটিলতা কাটাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে মেডিক্যাল কলেজে গিয়েছিলেন খোদ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু, সুপারের ঘরে হওয়া বৈঠকেও কোনও রফাসূত্র মেলেনি। তার জেরে কার্যত খালি হাতেই ফিরতে হয়েছিল তাঁকে।
মেডিক্যাল সূত্রে খবর, এই ঘটনায় সোমবার রাতেই প্রিন্সিপালকে ফোন করেছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। তা নিয়ে বিস্তারিত খবর নেন তিনি। সূত্রের দাবি, স্বাস্থ্যসচিব বলেন, “মন্ত্রীর সঙ্গেই যখন বৈঠকে রফাসূত্র মেলেনি, তাহলে আর স্বাস্থ্যভবনে বৈঠকে কী লাভ হবে?” এরপরই তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে ছাত্ররা যদি অনশন না তোলেন তাহলে কোনও বৈঠক হবে না। পাশাপাশি রোগীদের স্বার্থের কথা মাথায় রেখে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে কোনও মিটিং, মিছিল বরদাস্ত করা হবে না বলেও স্বাস্থ্যভবনের তরফে জানানো হয়েছে। ফলে এদিন দুপুরে প্রস্তাবিত নাগরিক মিছিল হাসপাতালের বাইরে হতেই পারে। কিন্তু, কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে কোনও মিটিং বা মিছিল হবে না।
২ ডিসেম্বর ভোটের দিন ঘোষণা করেও কোনও অজ্ঞাত কারণে সেই সিদ্ধান্ত স্থগিত করে দেন কর্তৃপক্ষ। এর প্রতিবাদেই সোমবার দুপুর ৩টে নাগাদ মেডিক্যাল কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন প্রিন্সিপালের ঘরের সামনে অবস্থান শুরু করে। টানা ঘেরাওয়ের জেরে চরম সমস্যায় পড়েন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, বিভাগীয় প্রধান এবং প্রশাসনিক কর্তারা। ঘেরাও হয়ে থাকা নার্সিং সুপারের মুক্তির দাবিতে পালটা অবস্থানে বসে পড়েন নার্সিং স্টাফরা। কিছুক্ষণ পরেই পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বিক্ষোভ শুরু করেন রোগীর পরিজনরা। সব মিলিয়ে চতুর্মুখী আন্দোলনে উত্তপ্ত হয় কলকাতা মেডিক্যাল কলেজ।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ