সোমবার ভবানীপুরে সিবিআই পরিচয় দিয়ে লুটপাটের ঘটনা ঘটল। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষার পাশাপাশি ওই বাড়ির বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

হাইলাইটস
- সিবিআই পরিচয় দিয়ে লুটপাটের ঘটনা ঘটল সোমবার ভবানীপুরে।
- লুটের পিছনে কে বা কারা আছে, তা রাত পর্যন্ত পুরোপুরি পরিষ্কার হয়নি।
- সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষার পাশাপাশি ওই বাড়ির বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কিন্তু ভবানীপুর থানা থেকে মাত্র কয়েকশো গজ দূরে একটি বাড়িতে ঢুকে কীভাবে লুটপাটের সাহস পেল অভিযুক্তরা, তা প্রথম থেকেই ভাবাচ্ছে তদন্তকারীদের। লালবাজারের এক গোয়েন্দা কর্তার বক্তব্য, ‘আমাদের প্রাথমিক সন্দেহ, এই ঘটনায় পরিবারের পরিচিত কারও যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। কারণ সিবিআই পরিচয় দিয়ে যাঁরা ওই বাড়িতে ঢুকেছিল, তারা সোনা এবং টাকার খোঁজে পরিবারের লোকেদের উপরে কোনও বল প্রয়োগ করেনি। পাশাপাশি বাড়িতে যে একসঙ্গে অনেক টাকা নগদ ও গয়না আছে, সেটাও সম্ভবত তাদের জানা ছিল।’
পুলিশ সূত্রের খবর, ওই বাড়িটিতে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। তবে আশপাশের কয়েকটি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তেমনই একটি ফুটেজে ব্যবসায়ীর বাড়ির সামনে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে এবং তা থেকে জনা চারেক ব্যক্তিকে গাড়ি থেকে নামা-ওঠা করতেও দেখা গিয়েছে। তদন্তকারীদের অনুমান, অন্য দু’টি গাড়ি দূরে কোথাও দাঁড় করিয়ে রাখা ছিল। ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন, যারা সিবিআই পরিচয় দিয়ে বাড়িতে ঢুকেছিল, তারা নিজেদের মধ্যে হিন্দি এবং বাংলা মিশিয়ে কথা বলছিল। তাদের মুখে মাস্ক ছিল না। তবে কয়েক জনের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। জনা তিনেক লোকের হাতে ছিল ছোট লাঠি। তবে তারা কোনও আগ্নেয়াস্ত্র বের করেনি। সিবিআই পরিচয় দিলেও দেখানো হয়নি কোনও পরিচয়পত্র। তদন্তকারীদের সন্দেহ, যেভাবে একেবারে খবর নিয়ে আগন্তুকরা হানা দিয়েছিল ওই বাড়িতে, তাতে পরিচিত অথবা ওই বাড়িতে যাতায়াত রয়েছে এমন কারও কাছ থেকে সূত্র পেয়েছিল আগন্তুকরা।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ