পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ধাক্কা ঘাসফুল শিবিরে। নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করে তৃণমূল কর্মী সমর্থকরা। বামেদের পার্টি অফিসে এই সভার আয়োজন করা হয়েছিল।

হাইলাইটস
- পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ধাক্কা তৃণমূলে
- ফ্রেজারগঞ্জে তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ 50টি পরিবারের
- ফ্রেজারগঞ্জের কয়লাঘাটা এলাকায় সিপিআইএমের পার্টি অফিসে এই যোগদান করা হয়
সিপিএমে যোগ তৃণমূল কর্মীদের
তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতির হাত ধরে ৫০টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএমে যোগদান করে। পঞ্চায়েত নির্বাচনের আগে ফ্রেজারগঞ্জে দেখা গেল তৃণমূলে ভাঙন। ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার ২৭৯ নম্বর বুথের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি শেখ জুব্বার সিপিআইএমে যোগদান করেন। পাশাপাশি জুব্বারের সঙ্গে আরও ৫০ জন তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করে। যোগদান করার পরই তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি জুব্বার বিস্ফোরক মন্তব্য করেন। সিপিআইএমে যোগদানের পরেই আগাগোড়া তিনি তৃণমূলকে কটাক্ষ করেন। তিনি জানান, ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় আমফানের দুর্নীতি সহ একাধিক দুর্নীতি হয়েছে। আর সেই দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে বার বার তাঁকে শাসকদলের আক্রমণের মুখে পড়তে হয়েছে। তাই তিনি শাসক দল ছেড়ে সিপিআইএম এ যোগদান করলেন বলে জানান। তবে শুধুমাত্র তিনিই যোগদান করেননি তাঁর সঙ্গে ওই বুথ এলাকার প্রায় ৫০টি পরিবারের তৃণমূল কর্মী সমর্থকরাও সিপিআইএমে যোগদান করেন।
ফ্রেজারগঞ্জ এর কয়লাঘাটা এলাকায় সিপিআইএমের পার্টি অফিসে এই যোগদান সভা করা হয়। আর এই দল বদল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও এ বিষয়ে ফ্রেজারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নীলকণ্ঠ বর্মন বলেন, “জুব্বারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে অনেক অভিযোগ ছিল, ওকে আমরা দল থেকে বিতাড়িত করেছি। এখন যারা সিপিআইএমে যোগদান করল ওরা সকলেই আগে থেকে সিপিআইএম করত।”
সম্প্রতি হাওড়ার উলুবেড়িয়ায় বিরোধী শিবিরে ভাঙন ধরিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে হাজার বিজেপি (BJP) ও সিপিএম (CPIM) নেতা কর্মী যোগ দিয়েছিলেন তৃণমূলে (TMC)। আর তারপরই ফ্রেজারগঞ্জে দেখা গেল উলটপূরাণ।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ