Dinhata College : দিনহাটা কলেজে ক্লাস নিলেন কাশ্মীরের প্রথম মহিলা IAS, আপ্লুত পড়ুয়ারা – kashmir first lady ias dr rehana bashir take class at dinhata college


West Bengal News : কর্মব্যস্ততার মধ্যেও সময় বের করে নিলেন ছাত্র-ছাত্রীদের জন্য। ভবিষ্যত প্রজন্মকে দেশের আমলা তৈরির পরীক্ষার জন্য তুলে ধরলেন তাঁর উপদেশ, মতামত। দিনহাটা কলেজে WBCS ও IAS বিষয়ে ক্লাস নিলেন দিনহাটার মহকুমা শাসক ড: রেহেনা বশির (Dr. Rehana Bashir)। ম্যাডামের ক্লাস করে আপ্লুত ছাত্র-ছাত্রীরাও। ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিজের কর্মজীবনের নানা ঘাত-প্রতিঘাত শেয়ার করে নিলেন মহকুমা শাসক।

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনায় স্বজনপোষণের অভিযোগ, পরিবারের সদস্যদের নাম কাটালেন তৃণমূল নেতা
মঙ্গলবার দিনহাটা কলেজের (Dinhata College) ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের ক্লাসে যান মহকুমা শাসক ড: রেহেনা বশির। ইউপিএসসির পরীক্ষা (UPSC Exam) দেওয়ার ক্ষেত্রে যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। উল্লেখ্য, ডঃ রেহেনা বশির কাশ্মীরের প্রথম মহিলা IAS আধিকারিক। কয়েকমাস আগে দিনহাটা মহকুমাশাসক হিসাবে কাজে যোগ দেন তিনি। কলেজ সূত্রে জানা গিয়েছে, কিছু দিন আগে দিনহাটা কলেজের (Dinhata College) অধ্যক্ষ কলেজের দিনহাটার মহুকুমা শাসকের সঙ্গে দেখা করেন। সে সময় তাঁকে কলেজে এসে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি বিষয়ে পরামর্শ দেওয়ার আবেদন জানান। তারপরই এদিন কলেজে এসে ক্লাস নেন তিনি।

TET Exam 2022: শাঁখা-পলা খুলিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ, টেট ঘিরে তুমুল বিতর্ক দিনহাটায়
বাচ্চাদের কিছু খুশি IAS ম্যাডাম। ডঃ রেহেনা বশির বলেন, “ইউপিএসসি (UPSC), ডব্লিউবিসিএস (WBCS) পরীক্ষার জন্য ছেলেমেয়েদের কিছু টিপস, গাইডলাইন দিলাম। ওঁদের ক্লাস করাতে পেরে আমিও খুব খুশি। আমি চাই আগামী দিনে ওঁরা অনেক সফল হোক। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল।” ম্যাডামের ক্লাস করে আপ্লুত ছাত্র-ছাত্রীরাও। এক ছাত্রের কথায়, “ম্যাডাম আমাদের অনেক বই, ওয়েবসাইট বলে দিলেন। সেগুলি থেকে ভালো প্রস্তুতি নেওয়ার কথা জানালেন তিনি। আমরা অনেক সমৃদ্ধ হলাম।” আরেক ছাত্রী শ্রেয়া ঘোষ বলন, “ক্লাস করে আমাদের খুবই ভালো লাগল। খুবই তথ্য সমৃদ্ধ ক্লাস হয়েছে। ম্যাম নিজে কীভাবে প্রস্তুতি নিয়ে এই পর্যায়ে এসেছেন, সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আগামীদিনে আমাদেরও অনেকটা সাহায্য করবে।”

Sagore Dutta Hospital : রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা, সাগর দত্ত হাসপাতালে বিক্ষোভ পড়ুয়াদের
কলেজের অধ্যক্ষ ডঃ আব্দুল আওয়াল বলেন, “আমরা খুবই আনন্দিত উনি এসে ক্লাস নেওয়ায়। কলেজের কিছু কাজের জন্য কয়েকদিন আগে আমরা কয়েকজন অধ্যাপক মিলে ওঁর সঙ্গে দেখা করি। সেই সময় ওঁকে একদিন ক্লাস নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলাম। সেই কারণেই আজকে এসে উনি ক্লাস নিলেন। আমরা ওঁর কাছে কৃতজ্ঞ।” প্রসঙ্গত, গত ১২ জুলাই দিনহাটা (Dinhata) মহকুমাশাসকের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। আর রেহানা বশিরের (Dr. Rehana Bashir) হাত ধরেই দিনহাটা পেল প্রথম মহিলা মহকুমাশাসক। দিনহাটার সদ্য প্রাক্তন মহকুমাশাসক হিমাদ্রি সরকারই কাশ্মীরি এই কন্যাকে দায়িত্ব বুঝিয়ে দেন। দাদাকে দেখে অনুপ্রাণিত হয়েই IAS পরীক্ষায় বসেছিলেন রেহানা। প্রথমবারেই মেলে সাফল্য। এরপর দিনহাটার মহকুমাশাসকের (Dinhata SDO) দায়িত্বভার গ্রহণ করেন ডা. রেহানা বশির (Dr. Rehana Bashir)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *