Farakka Dam : ফরাক্কা ব্যারেজে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, বিক্ষোভ গ্রামবাসীদের – soil smuggling allegation near farakka barrage by local villagers


West Bengal News : রাতের অন্ধকারে মাটি মাফিয়াদের দৌরাত্ম্যের ছবি। মালদার (Malda) ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের পলাশবাড়ী এলাকায় বাঁধের মাটি কেটে পাচারের অভিযোগ। ফরাক্কা ব্রিজ (Farakka Barrage) থেকে বাগবাড়ি পর্যন্ত বাঁধের মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগ জমা পড়েছে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ, ভূমি ও ভূমি সংস্কার দফতরে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের।

Sundarban Forest : কুলতলিতে অবাধে চলছে ম্যানগ্রোভ নিধন, বেআইনিভাবে চলছে ভেড়ি তৈরি! অভিযোগ ঘিরে শোরগোল
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে চুপিসারে এক শ্রেণির মাটি মাফিয়ারা অবৈধভাবে ফরাক্কা ব্রিজ (Farakka Barrage) থেকে বাগবাড়ি পর্যন্ত বাঁধের মাটি কেটে বিক্রি করছে। মাটি কাটার কাজ চলছে দিন ছয়েক ধরে। বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ার আগেই মাটি মাফিয়ারা তাঁদেরকে প্রাণ নাশের হুমকি দেয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা মাটি মাফিয়াদের বিরুদ্ধে অতিরিক্ত জেলাশাসক, ভূমি ও ভূমি সংস্কার দফতর, বন দফতরের আধিকারিক এবং ফরাক্কা ব্যারেজ (Farakka Barrage) কর্তৃপক্ষ সহ ইংরেজ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

West Bengal Panchayat Election : বাঁধ সারাই ঘিরে মারধরের অভিযোগ, ঘাটালে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই বাঁধ ইংরেজ বাজার ব্লকের বাগবাড়ি হইতে ফরাক্কা ব্যারেজ (Farakka Barrage) পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে। পুরোটাই দেখাশোনা করেন ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। যা সম্পূর্ণ মালদা শহরকে বন্যা প্লাবিত হওয়া থেকে সুরক্ষিত রেখেছে। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, মাটি চুরি করে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ স্থানীয় ভাদু শেখ ও তাঁর ছেলে সাবির শেখের বিরুদ্ধে। এ নিয়ে তারা বিভিন্ন মহলে তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

যদিও এই ঘটনা নিয়ে সাবির শেখ জানায়, বাঁধের মাটি কেটে অন্যত্র বিক্রি করার সঙ্গে তাঁরা জড়িত নয়। তবে তিনি জানান, ফরাক্কা ব্যারেজ (Farakka Barrage) কর্তৃপক্ষ নাকি সেই বাঁধের মাটি কাটার নির্দেশ দিয়েছেন। এমনকি মাটি কাটার জন্য প্রয়োজনীয় জেসিবি মেশিন এবং ট্রাক্টর সে ভাড়া দিয়েছেন বলে স্বীকার করেন।

Purulia News Today : সরকারি প্রকল্পের পোস্টার ছেঁড়ার অভিযোগ, পুরুলিয়ায় গ্রেফতার BJP মণ্ডল সভাপতি
বিষয়টি নিয়ে দক্ষিণ মালদা BJP-র সাংগঠনিক সভাপতি পার্থসারথি ঘোষ জানান, আজকে শুধু বাঁধের মাটি কাটা নয়, পুকুর ভরা থেকে শুরু করে অবৈধভাবে জমি থেকে মাটি কাটা হচ্ছে। শাসক দলের জন্যেই জমি মাফিয়ারা এই কাজ করার সুযোগ পাচ্ছে। প্রশাসনের এ বিষয়ে কোনওরকম হস্তক্ষেপ করছে না। পালটা রাজ্য তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, প্রয়াত কংগ্রেস মন্ত্রী এবিএ গনি খানখান চৌধুরীর সময় বাগবাড়ি চন্ডিপুরের এই বাঁধ তৈরি হয়েছিল। যারা মাটি কাটছে এরা সমাজবিরোধী। এদের সঙ্গে শাসকদলের কোনও সম্পর্ক নেই, আমি প্রশাসনকে বলবো এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে। ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আরডি দেশপাণ্ডে জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে ঘটনাস্থলে দফতরে কর্মীদের পাঠানো হবে এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থাপনা করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *