FIFA World Cup 2022: বিশ্বকাপের নেশায় বুঁদ বলি তারকারা – bollywood celebrities sanjay kapoor ananya panday chunky panday aditya roy kapur are going to watch fifa qatar world cup


Embed

ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) সেমিফাইনাল দেখার অপেক্ষায় গোটা দুনিয়া। আর সেই বিশ্বকাপের নেশায় মজে এখন বলি তারকারাও। বিশ্বকাপের সেমিফাইনাল দেখতে চললেন একদল বলি তারকা। পুত্র এবং কন্যাকে সঙ্গে নিয়ে কাতারের উদ্দেশে রওনা দিতে দেখা গিয়েছে সঞ্জয় কাপুরকে (Sanjay Kapoor)। ন্যদিকে কন্যা অনন্যাকে (Ananya Panday) সঙ্গে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল দেখতে চললেন চাঙ্কি পান্ডে (Chunky Panday)। অনন্যার পরেই দেখা গেল আদিত্য রায় কাপুর (Aditya Roy Kapur)। তিনি অবশ্য একাই বিশ্বকাপ দেখতে চললেন। দেখুন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *