Howrah Municipal Corporation : সামাজিক অনুষ্ঠানে ভাড়া নেওয়া যাবে পার্ক, আয় বাড়াতে উদ্যোগ হাওড়া পুরসভার – several park of howrah municipal corporation can be rented for social events


West Bengal Local News : সরকারের ভাঁড়ারে টানাটানির কথা অনেক আগেই জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই আর্থিক ঘাটতি মেটাতেই বিকল্প আয়ের উৎস খুঁজতে তৎপর রাজ্য। আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতেই এবার বিভিন্ন পার্কগুলিকে সামাজিক অনুষ্ঠানে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয় বাড়াতে এবার শহরের পার্কগুলিকে বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে হাওড়া পুরসভার তরফে। কম খরচে ভাড়া দেওয়ার ফলে যেমন সাধারণ মানুষ উপকৃত হবেন, তেমনই আয় বাড়বে পুরসভারও। Howrah Municipal Corporation : মিলছে না পেনশন, হাওড়া পুরসভায় বিক্ষোভ অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের
একাধিক পদক্ষেপ হাওড়া পুরসভার
আয় বাড়াতে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে হাওড়া পুরসভা। এবার বেশ কিছু পার্ক ভাড়া দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। হাওড়া পুর এলাকায় ৪২টি পার্ক রয়েছে। যা রক্ষণাবেক্ষণ করে থাকে হাওড়া পুরসভা। এগুলোর মধ্যে চারটি পার্ক হল জটাধারী পার্ক,তুলসী মিত্র উদ্যান,বিজয়ানন্দ পার্ক ও বকুলতলা পার্ক ভাড়া দেওয়া হয়। কিন্তু, বাকি পার্ক ভাড়া দেওয়া হয় না। আর এবার থেকে সব পার্কগুলিকেই সাজিয়ে গুছিয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। Teesta Udyan : তিস্তা উদ্যানকে সামাজিক অনুষ্ঠানে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত, শুরু বিতর্ক
এ প্রসঙ্গে পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, “খুবই স্বল্প মূল্যে এগুলি ভাড়া দেওয়া হবে। এছাড়া বোরো অফিসের অন্তর্গত কিছু সেমিনার হল রয়েছে সেগুলিও ভাড়া দেওয়া হবে। পুরসভার আয় বাড়ানোর জন্য এই পরিকল্পনা। এছাড়াও রাতে রাস্তার উপর যে সব গাড়ি পার্কিং করে সেগুলোর জন্য ফি নেবে পুরসভা।”

তবে এটাই প্রথম নয়, এর আগেও রাজ্যের একাধিক পার্ক ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। তার মধ্যে অন্যতম হল তিস্তা উদ্যান (Teesta Park)(Teesta Park)। বছরের বিভিন্ন মরশুমে তিস্তা উদ্যানে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। শুধুমাত্র পর্যটকদের জন্য উদ্যানকে ব্যবহার না করে উদ্যানের একটি অংশ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারি মাস থেকেই বিভিন্ন অনুষ্ঠানের জন্য খুলে দেওয়া হবে জলপাইগুড়ির এই জনপ্রিয় উদ্যানের দরজা। পাশাপাশি, উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পার্ক, কোচবিহারের এনএমপার্ক, জলপাইগুড়ি মালবাজার পার্ককেও বিয়ে সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য শর্তসাপেক্ষে ব্যবহার করতে দেওয়া হবে। Paschim Bardhaman : বড়দিনের আগে বড় চমক, অন্ডালের পার্কে দেখা মিলবে টয়ট্রেনের!
অবশ্য সরকারি ভাবে অনুমতি দেওয়া হলেও নির্দিষ্ট কিছু নিয়মা বেঁধে দেওয়া হয়েছে এই পার্ক ভাড়া নেওয়ার ক্ষেত্রে। উদ্যানের প্রাকৃতিক পরিবেশ যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, সে বিষয়টির দিকেও লক্ষ্য রাখা হবে বলে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *