Kharagpur News: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, শোরগোল খড়গপুরে – kharagpur woman alleged that tmc councilor is harassing her with some indecent proposal


West Bengal Local News ফের মহিলাকর্মীকে যৌন হেনস্থার অভিযোগে নাম জড়াল কাউন্সিলরের। এবার খড়গপুর পুরসভা (Kharagpur Municipality) ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) প্রবীর ঘোষের (Prabir Ghosh) বিরুদ্ধে এক মহিলা তৃণমূল কর্মীকে (TMC Worker) কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে । যা নিয়ে তোলপাড় খড়গপুর (Kharagpur )। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা কর্মী। খড়গপুর পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের ওই মহিলা কর্মী খড়গপুর টাউন থানাতে লিখিত অভিযোগ জানিয়েছেন।

অভিযোগ, ফেসবুকের মাধ্যমে ওই মহিলাকে অশালীন প্রস্তাব দেন ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councilor)। মহিলা জানিয়েছেন, কুপ্রস্তাবের প্রতিবাদ করলে কাউন্সিলর হুমকি দেন কেউ তাঁর কথা বিশ্বাস করবে না। পুলিশই তার হাতে। প্রমাণস্বরূপ ওই মহিলা কর্মী সমস্ত মেসেজের স্ক্রিন শট তুলে রাখেন।

Kharagpur Railway Station: বিদ্যুতের তার আচমকা ছিঁড়ে মারাত্মক ঘটনা খড়গপুর স্টেশনে, প্ল্যাটফর্ম থেকে লাইনে ছিটকে গেলেন টিটি

মহিলার জমা করা তথ্য প্রমাণের ভিত্তিতে জানা গিয়েছে, ওই মহিলাকে প্রবীর ঘোষ বলেন, ”তোমার যা লাগবে আমি দেব। টাকা পয়সা সব। খালি তোমাকে এক রাত আমাকে দিতে হবে।” এরপর ওই মহিলা উত্তরে ভয় দেখান খড়গপুর টাউন থানায় অভিযোগ করবেন। কিন্তু কোনওরকম ভয় না পেয়ে এরপর তৃণমূল কাউন্সিলর বলেন,”ওই সব ভয় আমাকে দেখিও না। আমি তৃণমূলের কাউন্সিলর। থানার আইসি আমার হাতে। তোমার কথা মানবে না। তার থেকে আমার কাছে এসো, অনেক প্রফিটে থাকবে।” মহিলার জমা দেওয়া মেসেজের ক্রিনশটে ধরা পড়েছে এই বার্তালাপ।

Kharagpur Railway Station: ত্রাতা আরপিএফ কর্মী, খড়গপুরে চলন্ত ট্রেনে পা ফসকেও বরাতজোরে রক্ষা! দেখুন হাড়হিম করা ভিডিয়ো

সোশ্যাল মিডিয়ার এই স্ক্রিনশট তুলে রেখে খড়গপুর টাউন থানায় (Kharagpur Town Police Station) লিখিত অভিযোগ জানান ওই মহিলা। তিনি ছাড়াও তৃণমূলের মহিলা কর্মীও অভিযোগ জানান। এই সম্বন্ধে খড়গপুর পুরসভা (Kharagpur Municipality) ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, এই মুহূর্তে তিনি খড়্গপুরে নেই। তিন দিন পর তিনি যা বলার বলবেন।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *