মহিলার জমা করা তথ্য প্রমাণের ভিত্তিতে জানা গিয়েছে, ওই মহিলাকে প্রবীর ঘোষ বলেন, ”তোমার যা লাগবে আমি দেব। টাকা পয়সা সব। খালি তোমাকে এক রাত আমাকে দিতে হবে।” এরপর ওই মহিলা উত্তরে ভয় দেখান খড়গপুর টাউন থানায় অভিযোগ করবেন। কিন্তু কোনওরকম ভয় না পেয়ে এরপর তৃণমূল কাউন্সিলর বলেন,”ওই সব ভয় আমাকে দেখিও না। আমি তৃণমূলের কাউন্সিলর। থানার আইসি আমার হাতে। তোমার কথা মানবে না। তার থেকে আমার কাছে এসো, অনেক প্রফিটে থাকবে।” মহিলার জমা দেওয়া মেসেজের ক্রিনশটে ধরা পড়েছে এই বার্তালাপ।
সোশ্যাল মিডিয়ার এই স্ক্রিনশট তুলে রেখে খড়গপুর টাউন থানায় (Kharagpur Town Police Station) লিখিত অভিযোগ জানান ওই মহিলা। তিনি ছাড়াও তৃণমূলের মহিলা কর্মীও অভিযোগ জানান। এই সম্বন্ধে খড়গপুর পুরসভা (Kharagpur Municipality) ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, এই মুহূর্তে তিনি খড়্গপুরে নেই। তিন দিন পর তিনি যা বলার বলবেন।