Kolkata Fire Incident: সাতসকালে কলকাতায় অগ্নিকাণ্ড, গোলপার্কে তিনতলা বাড়িতে আগুন – fire breaks out at kolkata golpark house


Golpark Fire সোমবারের পর মঙ্গলবার। ফের কলকাতায় অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার (South Kolkata) এক পরিত্যক্ত বাড়িতে ভোরবেলা আগুন লাগার খবর আসে। আগুন লাগার খবরে তড়িঘড়ি সেখানে পৌঁছায় দমকলের (Fire Brigade) দুটি ইঞ্জিন।

জানা গিয়েছে, গোলপার্কে (Golpark) সাউথ সিটি কলেজের (South City College) একেবারে বিপরীতে অবস্থিত একটি বাড়ির তিনতলায় আগুন দেখতে পান স্থানীয়রা। সেমসয় কলেজে পড়ুয়াদের পৌঁছতে এসে ওই বাড়ির তিনতলা থেকে ধোঁয়া বেরতে দেখেন অভিভাবকেরা। দমকল এসে তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করেন। পৌঁছন সিএসসি-এর কর্মীরা। তারা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আশপাশের বাড়ির বাসিন্দারাও ভয়ে বেরিয়ে আসেন।

Newtown Fire : নিউটাউনের বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই প্রায় ১৮টি দোকান

স্থানীয় সূত্রে খবর, কয়েকমাস আগে ওই বাড়ির মালিক মারা যাওয়ার পর থেকেই বাড়ি বন্ধ থাকে। পরিত্যক্ত বাড়িতে কী করে আগুন লাগল সেই নিয়ে ধোঁয়াশা। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, আগুন আপাতত নিয়ন্ত্রণে। তবে আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। বাাড়িটির তিনতলার একটি অংশ। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। সাত সকালে কলকাতার এমন অভিজাত, জনবহুল এলাকায় অগ্নিকাণ্ডে চাঞ্চল্য।

Golpark burned house

গোলপার্কের এই বাড়িতেই আগুন লাগে

সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ট্যাংরার (Tangra Fire) প্লাস্টিক ও রবার কারখানায় ভয়াবহ আগুন লাগে। জনবহুল এলাকায় কারখানাটি হওয়ার আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০ টি ইঞ্জিন। প্রচুর দাহ্য পদার্থের উপস্থিতি থাকায় মুহূর্তে ভয়ঙ্কর রূপ নেই আগুন। কিন্তু দমকল কর্মীদের প্রচেষ্টায় নিয়ন্ত্রণ আসে আগুন। তবে ওই দুই কারখানা পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।

Tangra Fire: ট্যাংরার প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ১০টি ইঞ্জিন

অতীতেও এই এলাকায় একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে দেখা গিয়েছে। এদিনও প্লাস্টিক কারখানায় আগুন লাগায় সেই আতঙ্কের স্মৃতি ফিরে আসে এলাকাবাসীর মনে। চলতি বছরের এপ্রিলেই এক মাসের মধ্যেই তিনবার ট্যাংরা এলাকার গুদামে আগুন লাগে। গত ফেব্রুয়ারিতে ট্যাংরার এক কারখানার আগুন নেভাতে ২৪ ঘণ্টারও বেশি সময় লেগেছিল।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *