এদিন লালনের মৃত্যুর খবর প্রকাশ হতেই উত্তেজনা ছড়ায় (West Bengal Local News)। সিবিআই অস্থায়ী ক্যাম্পে লালনের মৃত্যুর পর তাঁর দেহ ময়নাতদন্তের জন্য রাখা রামপুরহাট হাসপাতালে। সেখানে এসে বুকভাঙা কান্নায় ভেঙে পড়ে পরিজনেরা। লালন শেখের পরিজনদের দাবি, লালন শেখের মৃত্যুর আগে তাঁকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল সিবিআই। তখনই লালন শেখের স্ত্রীকে সিবিআই আধিকারিকরা বলেন, এই শেষ বারের মতন দেখে নাও নিজের স্বামীকে আর দেখতে পাবে না। এরপরই বিকেলে লালনের মৃত্যুর খবর আসে। বিস্ফোরক অভিযোগ বগটুইকাণ্ডের মূল অভিযুক্তের পরিবারের। সংবাদ মাধ্যমের সামনে হাহাকার করতে করতে লালনের স্ত্রী বলেন, “সিবিআই আমার স্বামীকে মেরেছে, সিবিআই ঘুষ খেয়েছে । ভাদু মরেছে,ভাদুর ভাইরা আমাদের সবাইকে ফাঁসিয়ে দিয়েছে।”
কী কারণে লালনের মৃত্যু সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ সিবিআই (CBI) । যদিও সূত্রের খবর, পুলিশের কাছে সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, লালন শেখ আত্মহত্যা করেছেন। যদিও এনিয়ে সরকারিভাবে কোনও তথ্য মেলেনি। লালনের মৃত্যুর খবর ছড়াতেই নতুন করে উত্তেজনা ছড়ায়। তার কারণ ভাদু শেখের (Bhadu Sheikh) ছায়া সঙ্গী হবার সুবাদে লালন শেখ (Lalan Sheikh) ওরফে ছোট লালনের একটা বিশাল প্রভাব ছিল রামপুরহাট এলাকায়। তাই লালন শেখের মৃত্যুতে যাতে আবার নতুন করে কোন অশান্তি না বাধে সেজন্য বগটুই ও পারিপার্শ্বিক এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন। সিবিআই এর অস্থায়ী ক্যাম্পও ঘিরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। রাতে সেখানে আসেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি।
উল্লেখ্য, উপপ্রধান ভাদু শেখ হত্যাকাণ্ড ঘিরে উত্তেজনা ছড়ায় রামপুরহাটের বগটুই গ্রামে। হিংসা ও প্রতিহিংসার আগুনে পুড়ে মৃত্যু হয় দশজনের। আর তারপর থেকে ফেরার ছিলেন ভাদু শেখের ছায়া সঙ্গী লালন শেখ। নয় মাস ধরে পলাতক থাকার পর ৪ ডিসেম্বর CBI-র হাতে ধরা পড়ে বগটুই কাণ্ডের (Bagtui Murder Case) মূল অভিযুক্ত লালন শেখ। বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ৪ ডিসেম্বর তাঁকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারপতি ছ’দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। ১০ ডিসেম্বর ফের তাঁকে পেশ করা হলে দ্বিতীয় বার তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সোমবার ছিল হেফাজতের তৃতীয় দিন। এদিন বিকেলেই লালনের মৃত্যুর খবর মেলে।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।