Lionel Messi : রক্তে ‘নীল সাদা ‘, মেসি ভক্তের উন্মাদনায় ইছাপুরের এই পাড়া এখন মিনি আর্জেন্তিনা – lionel messi lover of ichapur paint his home and shop with white blue


এই গল্প এক মেসি প্রেমীর। মেসিকে নিজের ভাই বলে মনে করেন তিনি। আর তাঁর সেই ছড়িয়ে পড়েছে গোটা পাড়ার মধ্যে। নিজের বাড়ি থেকে শুরু করে দোকান ঘর সবই নীল সাদা রঙে রাঙিয়ে তুলেছেন তিনি।

 

Argentina Fan

হাইলাইটস

  • নিজের ঘরে থেকে শুরু করে দোকান সব কিছুর রং এখন নীল সাদা
  • মেসি ভক্তের প্রেমে এখন ইছাপুরের এই পাড়া এখন এক চিলতে আর্জেন্তিনা
  • শিবশংকর সবসময়ই মেসির 10 নম্বর জার্সি পরে থাকেন
Qatar World Cup 2022 : কয়েক হাজার কিলোমিটার দূরে মাঠ মাতাচ্ছেন মেসি (Lionel Messi), এমবাপেরা। ফুটবল (Football Lover) জ্বরে আক্রান্ত কলকাতা সহ গোটা বাংলা। ফুটবলের (Football World Cup) জোয়ারে গা ভাসিয়ে দিয়ে কাতারে পাড়ি দিয়েছেন অনেকেই। আর যাঁরা যেতে পারেননি তাঁরা অবশ্য বাড়িতে বসেই মনের আনন্দে খেলা দেখছেন। তেমনই উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) আছেন এক মেসি প্রেমী। যিনি মেসিকে ভাই বলে মনে করেন। আর্জেন্তিনার অন্ধ ভক্ত তিনি। আবার মেসি যখন কলকাতায় (Kolkata) এসেছিলেন তখন তাঁকে দূর থেকে দেখতেও গিয়েছিলেন। Lionel Messi : অপমানের যোগ্য জবাব! গোল করেই রিকলমে সেলিব্রেশনে মাতলেন মেসি
এ এক অন্ধ ভক্তের কাহিনি। যাঁর বাড়ি সহ আসবাব পত্র, ঘরের সরঞ্জাম, আশপাশের মানুষকেও আর্জেন্তিনার রঙে রাঙিয়ে ফেলেছে শিবশংকর। চায়ের দোকান চালান শিবশংকর পাত্র। মেসিভক্ত এই আর্জেন্তিনার ভক্ত এবার মেসির হাতেই বিশ্বকাপ দেখতে চান। বাড়ির বাইরে ও ভিতর সবটাই মেসি এবং আর্জেন্তিনাকে ঘিরে। ভক্ত এমনও হতে পারে তার উদাহরণ হল ইছাপুর নবাবগঞ্জের শিবশংকর পাত্র। শিবশংকরের এই ভালোবাসায় পাড়াটাও যেন আর্জেন্তিনা হয়ে গিয়েছে। তাঁর চায়ের দোকানে দাঁড়িয়ে আছে মেসি, দোকানের রং নীল সাদা। এমনকী, শুধু দোকান নয়। তাঁর বাড়ির গোটাটাই নীল সাদা। ঘরের ভিতরে আলমারি থেকে শোকেস, সিলিং ফ্যানটাও নীল সাদা। ঘরের দেওয়ালে চারিদিকে রয়েছে মেসির ছবি।

শিবশংকর সবসময়ই মেসির ১০ নম্বর জার্সি পরে থাকেন। এই ভালোবাসা যদি পাগলামো হয় তাহলে পাগলামো। কিন্তু, শিবশংকর আগাগোড়াই আর্জেন্তিনার ভক্ত। আর যখন থেকে মেসি দলের দায়িত্বভার নিয়েছেন তখন থেকে মেসির ভিক্ত তিনি। মেসির জন্মদিনে কেক কাটা থেকে কোনও খেলায় তাঁর জয় পাওয়ার পর সেলিব্রেশন সবটাই উদযাপন করেন শিবশংকর। তাঁর স্ত্রী স্বপ্না পাত্র স্বামীর এই পছন্দকে সব সময় সমর্থন করে গিয়েছেন। Lionel Messi : সেমিতে প্রবেশের রাতে দুরন্ত মেসি, ছুঁলেন বাতিস্তুতাকে
তাঁর এই অন্ধ ভালোবাসায় পাড়ার নাম পরিবর্তন হয়ে মিনি আর্জেন্তিনা নাম হয়ে দাঁড়িয়েছে। মিনি আর্জেন্তিনা যে কাউকে বললে বলে দেবে ঠিকানা। প্রথমে বাড়িটার বাইরে নীল সাদা রং করা হয়েছিল। তারপর ২০১১ সালে মেসির আসার পর থেকে ধীরে ধীরে গোটা বাড়ির ভিতর বাইরে আর্জেন্টিনার রঙে রাঙিয়ে তোলেন তিনি। মেয়ে নেহা পাত্র বাবার এই বিষয়টিকে পাগলামো বলে মনে করেন। আর বাবার সেই পাগলামো ধীরে ধীরে প্রবেশ করেছে তার মধ্যেও। ওয়ার্ল্ড কাপের কোনও খেলা মিস করে না নেহা। ঠিক তেমনই ফুটবলকে ঘিরে কোনও কিছু মিস করতে চায় না। তা সে ক্লাব ফুটবল হোক কি বিশ্বকাপ। আর্জেন্তিনার খেলার দিন পুজো দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা সবটাই করা হয় পাত্র বাড়িতে। বাড়ির ঠাকুরের আসনটাও আর্জেন্টিনার রঙে রাঙিয়ে তুলেছেন শিবশংকর। FIFA World Cup 2022 : ছিলেন বিশ্বকাপে ভারতের গোলরক্ষক, পেটের টানে এখন অটোই ভরসা অরিন্দমের
শিবশংকরের হাত ধরেই মিনি আর্জেন্তিনা পাড়া এখন সবার পরিচিত পাড়া হয়ে উঠেছে। শিবশংকর যতদিন বাঁচবেন ততদিন আর্জেন্তিনার ভক্ত হয়েই থাকতে চান এবং তাঁর নীলাসাদা রঙে নিজেকে রাঙিয়ে রাখতে চান। আর এতে পরিবারকে পাশে পেয়েছেন তিনি। মিনি আর্জেন্তিনা পাড়া বেঁচে থাকুক শিবশংকরকে সঙ্গে নিয়েই।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *