মালদায় মৃত্যু রহস্যের কিনারা করতে এক ব্যক্তির মৃতদেহ ১২ দিন পরে কবর থেকে তুলে ময়না তদন্তে পাঠাল পুলিশ।

হাইলাইটস
- মৃত্যু রহস্যের কিনারা করতে এক ব্যক্তির মৃতদেহ 12 দিন পরে কবর থেকে তুলে ময়না তদন্তে পাঠাল পুলিশ।
- পরিবারের পক্ষ থেকে হাসনুর আত্মহত্যা করেছেন বলে প্রতিবেশীদের জানানো হয়।
- অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরে পরিবারের সম্মতিতে দ্বিতীয় বার বিয়ে করেন হাসনুর। স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে শ্বশুরবাড়িতে ফিরে আসতে চান আরবিনা। কিন্তু দ্বিতীয় স্ত্রী বিদ্রোহ করায় অশান্তি চরমে ওঠে। আরবিনা বলেন, ‘১৪ ডিসেম্বর স্বামী আমাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু ৫ তারিখে স্বামীর মৃত্যুর খবরে অবাক হয়ে শ্বশুরবাড়িতে ছুটে যাই। সেখানে গিয়ে জানতে পারি, আগের দিনই নাকি স্বামী আত্মহত্যা করেছেন। কবরও দেওয়া হয়ে গিয়েছে।’ তিনি বলেন, ‘সুস্থ মানুষটা হঠাৎ আত্মহত্যা করতে যাবেন কেন? তাই যদি করে থাকেন তাহলে থানা-পুলিশ না করে, আমাকে না জানিয়ে কবর দিল কেন? আমার বিশ্বাস, দ্বিতীয় বৌ আনা বিবি ওঁকে খুন করেছে।’
এরপরেই স্বামীর মৃত্যুর তদন্তের দাবি করে সতিন আনা বিবি ও তাঁর পরিবারের ৮ জনের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেন আরবিনা। সোমবার পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাড়রা গ্রামের গোরস্থান থেকে মৃতদেহ তোলা হয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ পরিষ্কার বলা যাবে না। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একজনকে আটক করা হয়েছে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ