Paschim Bardhaman : বড়দিনের আগে বড় চমক, অন্ডালের পার্কে দেখা মিলবে টয়ট্রেনের! – new park made in paschim bardhaman and will be inaugurated before christmas 2022


Christmas 2022: শীতকাল মানে হিমেল পরশ গায়ে মেখে প্রিয়জনদের সঙ্গে নিয়ে একটু ঘুরে আসা বা পিকনিক। বড়দিন (Christmas 2022) আর খুব বেশি দূরে নেই। যিশু খ্রিস্টের (Jesus Christ) আবির্ভাব দিবসের উৎসবে কচিকাঁচাদের সঙ্গে নিয়ে ঘুরে আসার জন্য আর নতুন কোনও জায়গার খোঁজ করতে হবে না। শীতের এই মরশুমে দুর্গাপুরবাসীদের জন্য সুখবর। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মুখপত্র জাগোবাংলার প্রতিবেদন থেকে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অন্ডাল ব্লকে (Andal Block) তৈরি হয়েছে ঝাঁ চকচকে এক শিশু উদ্যান (Children’s Park)। ধান্ডাডিহি গ্রাম পঞ্চায়েত এই শিশু উদ্যান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বড়দিনের আগেই এই পার্কটির উদ্বোধন হতে চলেছে। নতুন পার্কে প্রচুর মানুষ ভিড় করবে বলে আশা পঞ্চায়েতের।

Trinamool Congress : Trinamool Congress : ‘ব্যবসা না করলে খাব কী’? মাছ বিক্রি করে পঞ্চায়েতে যান কর্মাধ্যক্ষ
স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এলাকায় ছোটদের জন্য কোনও উদ্যান না থাকার কারণে দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের তরফে পার্ক তৈরির দাবি ছিল। স্থানীয়দের দাবির কথা মেনে, বছরখানেক আগে একটি পার্ক তৈরির পরিকল্পনা করে ধান্ডাডিহি গ্রাম পঞ্চায়েত। গ্রামের মূল রাস্তা পাশে থাকা খালি সরকারি জমিতে শুরু হয় পার্ক তৈরির কাজ। ১০০ দিনের কাজের মাধ্যমে পার্ক তৈরির পরিকল্পনা করেছিল পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সমিতি এই পার্ক তৈরিতে আর্থিক সাহায্য করেছে।

West Bengal Tourism: বিশ্বের দরবারে দার্জিলিঙকে তুলে ধরতে উদ্যোগ, পাহাড়ে জি ২০-র শীর্ষ বৈঠক

কচিকাঁচাদেক কথা মাথায় রেখে দোলনা, টয়ট্রেন সহ নানাবিধ খেলনা পার্কে বসানো হয়েছে। উদ্যানের শোভা বাড়াতে রঙ বেরঙের ফুলের গাছ পার্ককে অন্য রূপ দিয়েছে। এর পাশাপাশি বসার জন্য বেঞ্চের ব্যবস্থাও রয়েছে। পার্কে আগত পর্যটক ও শিশুদের কথা মাথায় রেখে পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থাও করা হয়েছে। পার্কের ঠিক মাঝখানে রাজ্য সরকারের বিশ্ব বাংলা লোগো বসানো হয়েছে।

Darjeeling Tourism : দার্জিলিং ট্যুরে বড় চমক, এবার আকাশপথে ঘুরতে পারবেন পাহাড়ে
স্থানীয় পঞ্চায়েত সূত্রে খবর, এই পার্কটি তৈরির করতে আনুমানিক ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে। গ্রাম পঞ্চায়েত (Gram Panchayat) ও পঞ্চায়েত সমিতি (Panchayat Samity) পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অনেকেই পার্ক তৈরিতে আর্থিক সাহায্য করেছেন। মদনপুর (Madanpur) গ্রাম পঞ্চায়েতের মনিটরিং কমিটির চেয়ারম্যান অজয় পাত্র জাগোবাংলাকে জানিয়েছেন, পার্কের সামান্য কিছু কাজ বাকি রয়েছে এবং বড়দিনের আগেই তা শেষ করা হবে। দীর্ঘদিনের দাবি মেনে এই পার্ক তৈরি হওয়া এলাকাবাসীরা খুশি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *