স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এলাকায় ছোটদের জন্য কোনও উদ্যান না থাকার কারণে দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের তরফে পার্ক তৈরির দাবি ছিল। স্থানীয়দের দাবির কথা মেনে, বছরখানেক আগে একটি পার্ক তৈরির পরিকল্পনা করে ধান্ডাডিহি গ্রাম পঞ্চায়েত। গ্রামের মূল রাস্তা পাশে থাকা খালি সরকারি জমিতে শুরু হয় পার্ক তৈরির কাজ। ১০০ দিনের কাজের মাধ্যমে পার্ক তৈরির পরিকল্পনা করেছিল পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সমিতি এই পার্ক তৈরিতে আর্থিক সাহায্য করেছে।
কচিকাঁচাদেক কথা মাথায় রেখে দোলনা, টয়ট্রেন সহ নানাবিধ খেলনা পার্কে বসানো হয়েছে। উদ্যানের শোভা বাড়াতে রঙ বেরঙের ফুলের গাছ পার্ককে অন্য রূপ দিয়েছে। এর পাশাপাশি বসার জন্য বেঞ্চের ব্যবস্থাও রয়েছে। পার্কে আগত পর্যটক ও শিশুদের কথা মাথায় রেখে পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থাও করা হয়েছে। পার্কের ঠিক মাঝখানে রাজ্য সরকারের বিশ্ব বাংলা লোগো বসানো হয়েছে।
স্থানীয় পঞ্চায়েত সূত্রে খবর, এই পার্কটি তৈরির করতে আনুমানিক ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে। গ্রাম পঞ্চায়েত (Gram Panchayat) ও পঞ্চায়েত সমিতি (Panchayat Samity) পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অনেকেই পার্ক তৈরিতে আর্থিক সাহায্য করেছেন। মদনপুর (Madanpur) গ্রাম পঞ্চায়েতের মনিটরিং কমিটির চেয়ারম্যান অজয় পাত্র জাগোবাংলাকে জানিয়েছেন, পার্কের সামান্য কিছু কাজ বাকি রয়েছে এবং বড়দিনের আগেই তা শেষ করা হবে। দীর্ঘদিনের দাবি মেনে এই পার্ক তৈরি হওয়া এলাকাবাসীরা খুশি।