স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচিয়ার থেকে ঢেকরার পর্যন্ত লালুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে৷ বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও, কোনও সুরাহা হয়নি বলেও দাবি BJP-র স্থানীয় নেতৃত্বের৷ ফলে বাধ্য হয়েই এদিন তাঁরা পথ অবরোধ করেন বলে দাবি স্থানীয় BJP নেতৃত্বের৷
BJP-র কেশিয়াড়ি উত্তর মণ্ডল সভাপতি সন্দীপ পাল বলেন, “এই প্রকল্পে হাতিগেড়িয়া থেকে ঢেকরা পর্যন্ত রাস্তা মেরামতির কাজের অনুমতি মেলে৷ তারপর কিছুটা কাজ হওয়ার পর বাকিটা হয়নি৷” কারণ হিসেবে তাঁর দাবি, সাঁতরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের আর লালুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান BJP-র৷ ফলে রাজনৈতিক প্রতিহিংসা প্রদর্শনের জন্য শাসকদল সাঁতরাপুর গ্রাম পঞ্চায়েতের ভিতর যে অংশটা ছিল, সেটা মেরামত করেছে৷ কিন্তু পাঁচিয়ার থেকে যে রাস্তাটা লালুয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ে সেটাকে সংস্কার করার কোনও উদ্যোগ নেয়নি৷
তিনি বলেন, “আমরা পঞ্চায়েত অফিস, BDO কে লিখিতভাবে জানিয়েছি৷ ডেপুটেশনও দিয়েছি আমরা৷ সেসময় রাস্তা হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হলেও, কাজের কাজ কিছুই হয়নি৷ দীর্ঘদিন ধরে রাস্তার মেরামতির কোনও উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের তরফে৷ তাই বাধ্য হয়ে আজ আমরা পথ অবরোধ করেছি৷” অবরোধের খবর পেয়ে এদিন ঘটনাস্থলে আসেন কেশিয়াড়ির জয়েন্ট BDO প্রবীর কুমার দত্ত৷
তিনি বলেন, “আমরা এর আগে ওদের দেওয়া আবেদন আমরা জেলায় পাঠিয়েছিলাম৷ কিন্তু কোনও সদুত্তর আমরা পাইনি৷ তবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব আবার, যাতে খুব তাড়াতাড়ি রাস্তাটা মেরামতির ব্যবস্থা করা হয়৷”