Paschim Medinipur : বেহাল রাস্তা মেরামতির দাবিতে পথ অবরোধ BJP-র, যানজট মেদিনীপুরের রাজ্য সড়কে – west medinipur keshiary bjp road block due to bad road demanding repair


West Bengal News : বেহাল রাস্তা মেরামতির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ BJP-র। পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) কেশিয়াড়িতে (Keshiari) পাঁচিয়াড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন BJP কর্মী সমর্থকরা। BJP নেতৃত্বের দাবি, পাঁচিয়ার থেকে ঢেকরা পর্যন্ত পাঁচ কিলোমিটার বেহাল রাস্তার মেরামতির দাবিতে একাধিক বার ব্লক প্রশাসনের দারস্থ হয়েও কোনও সুরাহা না হওয়ায় এদিন পথ অবরোধ করেছেন তাঁরা। এদিন পথ অবরোধের ফলে অবরুদ্ধ হয়ে যায় রাজ্য সড়ক৷ অনেক গাড়ি দাঁড়িয়ে পড়ে৷ সমস্যার সম্মুখীন হন নিত্যযাত্রীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ৷ আসেন জয়েন্ট BDO৷ প্রশাসনের দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস দেওয়া হয়৷ এরপরই অবরোধ তুলে নেন BJP-র স্থানীয় নেতৃত্ব৷

Bardhaman News : ফ্লাইওভারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ, স্তব্ধ বর্ধমান শহর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচিয়ার থেকে ঢেকরার পর্যন্ত লালুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে৷ বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও, কোনও সুরাহা হয়নি বলেও দাবি BJP-র স্থানীয় নেতৃত্বের৷ ফলে বাধ্য হয়েই এদিন তাঁরা পথ অবরোধ করেন বলে দাবি স্থানীয় BJP নেতৃত্বের৷

Paschim Medinipur : গ্রামে ঢোকেনি পানীয় জল, কাজের টাকা পেয়ে গিয়েছেন ঠিকাদার! শোরগোল গড়বেতায়
BJP-র কেশিয়াড়ি উত্তর মণ্ডল সভাপতি সন্দীপ পাল বলেন, “এই প্রকল্পে হাতিগেড়িয়া থেকে ঢেকরা পর্যন্ত রাস্তা মেরামতির কাজের অনুমতি মেলে৷ তারপর কিছুটা কাজ হওয়ার পর বাকিটা হয়নি৷” কারণ হিসেবে তাঁর দাবি, সাঁতরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের আর লালুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান BJP-র৷ ফলে রাজনৈতিক প্রতিহিংসা প্রদর্শনের জন্য শাসকদল সাঁতরাপুর গ্রাম পঞ্চায়েতের ভিতর যে অংশটা ছিল, সেটা মেরামত করেছে৷ কিন্তু পাঁচিয়ার থেকে যে রাস্তাটা লালুয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ে সেটাকে সংস্কার করার কোনও উদ্যোগ নেয়নি৷

তিনি বলেন, “আমরা পঞ্চায়েত অফিস, BDO কে লিখিতভাবে জানিয়েছি৷ ডেপুটেশনও দিয়েছি আমরা৷ সেসময় রাস্তা হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হলেও, কাজের কাজ কিছুই হয়নি৷ দীর্ঘদিন ধরে রাস্তার মেরামতির কোনও উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের তরফে৷ তাই বাধ্য হয়ে আজ আমরা পথ অবরোধ করেছি৷” অবরোধের খবর পেয়ে এদিন ঘটনাস্থলে আসেন কেশিয়াড়ির জয়েন্ট BDO প্রবীর কুমার দত্ত৷

Paschim Medinipur : পানীয় জলের চরম সংকট, ভোট বয়কটের ডাক ঘাটালের গ্রামবাসীদের
তিনি বলেন, “আমরা এর আগে ওদের দেওয়া আবেদন আমরা জেলায় পাঠিয়েছিলাম৷ কিন্তু কোনও সদুত্তর আমরা পাইনি৷ তবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব আবার, যাতে খুব তাড়াতাড়ি রাস্তাটা মেরামতির ব্যবস্থা করা হয়৷”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *