Pradhan Mantri Awas Yojana : ৪ তলা বাড়ি থেকেও আবাস যোজনায় নাম TMC পঞ্চায়েত প্রধানের, ক্ষোভ স্থানীয়দের – pradhan mantri awas yojana news tmc panchayat pradhan name in the list


চারতলা বাড়ি রয়েছে পঞ্চায়েত প্রধানের। কিন্তু, তা সত্ত্বেও আবাস যোজনায় নাম রয়েছে তাঁর। এমনটাই অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এমনই ঘটনার সাক্ষী গোপালনগর বৈরামপুর পঞ্চায়েত।

 

Bairampur Gram Panchayet

হাইলাইটস

  • 4 তলা বাড়ি থেকেও আবাস যোজনায় নাম TMC পঞ্চায়েত প্রধানের
  • এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়
  • এমনই ঘটনার সাক্ষী গোপালনগর বৈরামপুর পঞ্চায়েত
West Bengal Local News : পঞ্চায়েত প্রধানের (Panchayat Pradhan) চারতলা বাড়ি। কিন্তু, আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) তাঁর নাম রয়েছে বলে অভিযোগ। অবশ্য যাঁদের বাড়ির প্রয়োজন রয়েছে তালিকায় তাঁদেরই নাম নেই বলে অভিযোগ তোলা হয়েছে। এমনই ঘটনার সাক্ষী গোপালনগর বৈরামপুর পঞ্চায়েত (Bairampur Gram Panchayet) এলাকা। বিরোধীরা বিষয়টি নিয়ে আগেই প্রতিবাদ করেছিল। কিন্তু, সেই বিষয়টিকে গুরুত্ব না দিয়েই বেছে বেছে তৃণমূলের লোকজনের নাম নথিভুক্ত করা হয়েছে বলে দাবি করা হয়। এমনকী, পঞ্চায়েত প্রধানের পরিচিত বেশ কয়েকজনের নাম লিস্টে আছে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধানের স্বামী তথা পঞ্চায়েতের উপপ্রধান হায়দার আলি মোল্লা। Pradhan Mantri Awas Yojana : পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম, অভিযোগ তুলে সরব বিজেপি
অভিযোগ, গোপালনগর বৈরামপুর পঞ্চায়েতের প্রধানের পাকা বাড়ি থাকা সত্ত্বেও প্রধান তনুজা খাতুন মোল্লা সহ তাঁর আত্মীয়র নাম আবাস যোজনার তালিকায় রয়েছে। এতেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, বৃদ্ধ সহ পঞ্চায়েতের দিন আনা দিন খাওয়া বহু গরিব মানুষের নাম নেই আবাস যোজনা তালিকায়। জানতে চাইলে বলা হয় পরে আসবে। অথচ পাকা বাড়ি থাকা সত্ত্বেও প্রধানসহ তাঁর আত্মীয় পরিজনদের নাম রয়েছে সেই তালিকায়। যদিও এই সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধানের স্বামী তথা পঞ্চায়েতের উপপ্রধান হায়দার আলি মোল্লা। PM Awas Yojana : পাকা বাড়ির বাসিন্দা হয়েও আবাস যোজনার তালিকায় তৃণমূল নেতার নাম! বাগদায় চাঞ্চল্য
হায়দার আলি মোল্লা বলেন, “ভুলবশত কিছু নাম উঠে থাকতে পারে। তবে সব কেটে দেওয়া হয়েছে৷ আমার স্ত্রী তনুজা খাতুনের নামে আরও একজন মহিলা আছেন গ্রামে। হয়তো অন্য কোনও তনুজা খাতুনের নাম রয়েছে তালিকায়।” এদিকে স্থানীয় বাসিন্দারা এই বিষয়টি মানতে নারাজ। তাঁদের দাবি, প্রধানের নাম কেন থাকবে আবাস যোজনার তালিকায়। এই নিয়েই ক্ষোভ উগরে দেন এলাকার মানুষ। Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনার সুবিধা না পাওয়ার অভিযোগে গ্রামজুড়ে পোস্টার, শোরগোল দাসপুরে
এখানেই শেষ নয়। আরও অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। তাঁদের দাবি, যাঁরা একবার করে টাকা পেয়েছেন তাঁদের নাম দ্বিতীয় বারও এসেছে। আর যাঁদের প্রকৃত দরকার তাঁদের নাম নেই। বারবার আবেদন জানানোর পরেও সেই নাম তালিকায় তোলা হচ্ছে না। এমনকী, শৌচালয়ের জন্য আবেদন জানিয়েও কিছু পাওয়া যায়নি। এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন প্রধানে স্বামী। তিনি জানিয়েছেন, বেশ কয়েকটি পাকা বাড়ি আছে এমন মানুষের নাম এসেছে। কিন্তু, তা জানার পরই নাম কেটে দেওয়া হয়। যদিও এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফুঁসছেন গ্রামের মানুষ। যাঁদের প্রকৃত বাড়ির প্রয়োজন রয়েছে তাঁরাই বাড়ি পাচ্ছেন না।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *