সোদপুরের একটি পাঁচতলা আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরীর। ওই কিশোরী পেশায় একজন ইউটিউবার। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে।

হাইলাইটস
- সোদপুরে আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরীর
- ওই কিশোরী পেশায় একজন ইউটিউবার বলে জানা গিয়েছে
- বাবা-মাকে ঘরের মধ্যে আটকে রেখে ছাদ থেকে ঝাঁপ দেয় সে
ঠিক কী হয়েছিল?
সোদপুর পিয়ারলেস নগরে A4 নম্বরের আবাসনে থাকে ওই কিশোরী। ওই কিশোরী ইউটিউবে ভিডিয়োর পাশাপাশি টিকটকেও প্রচুর ভিডিয়ো তৈরি করেছিল। স্থানীয়রা জানান, খুব বেশিদিন ওই পরিবার এই আবাসনে আসেনি। আর নতুন আসার ফলে তেমন পরিচয়ও হয়নি স্থানীয়দের সঙ্গে। কারও সঙ্গে খুব একটা কথা বলতেন না তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বাবা মাকে ঘরের ভিতর রেখে বাইরে থেকে দরজার হ্যাশবোল্ট আটকে দিয়েছিল ওই কিশোরী। এরপরই ছাদে চলে যায় বলে অভিযোগ। এদিকে তার মা, বাবার চিৎকার শুনতে পান আবাসনের এক মহিলা। তিনি গিয়ে হ্যাশবোলটি খুলতেই তাঁরা ছুটে যান ছাদে। তবে ততক্ষণে কিশোরী ঝাঁপ দিয়ে দিয়েছিল।
আবাসনের এক বাসিন্দা বলেন, “আমি আমার মেয়েকে নিয়ে পড়াতে গিয়েছিলাম। গেটের কাছে দেখলাম মা, বাবা মেয়েকে নিয়ে যাচ্ছেন। আমি এখানে ভাড়া থাকি। শুনলাম উপর থেকে পড়ে গিয়েছে। আমি ওদের খুব ভালো করে চিনি এমনও নয়। যাতায়াতের পথে হাই হ্যালো ওই পর্যন্তই ছিল। আমি শুধু দেখলাম মা, বাবা টোটোয় চাপিয়ে মেয়েকে বের করেন।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ