West Bengal Weather Update : কুয়াশায় মোড়া শহর, শীতের অপেক্ষায় হা-পিত্যেশ – weather report west bengal may witness winter late december


জাঁকিয়ে শীতের (Winter 2022) জন্য কার্যত হা-পিত্যেশ করে বসে আছে বাঙালি। তবে আবহাওয়া ততটাও প্রসন্ন নয় শীতপ্রেমীদের জন্য। আপাতত শীত আসতে কিছুটা বিলম্ব হতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কাঙ্খিত ঠান্ডা পড়তে পড়তে ডিসেম্বরের শেষ সপ্তাহ। এমনটাই পূর্বাভাস মিলেছে হাওয়া অফিস সূত্রে। শীতের পথে কাঁটা হতে পারে নিম্নচাপ।

Kolkata Winter Update: শীতের পথে বাধা নিম্নচাপ, ডিসেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
কেমন থাকবে কলকাতার আবহাওয়া (Kolkata Weather)?

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। কুয়াশায় মোড়া সকালে ঘুম ভেঙেছে কলকাতাবাসীর। সকালের দিকে সামান্য শিশিরও পড়েছে। সোমবারের তুলনায় সামান্য তাপমাত্রা বেড়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকতে পারে ৪১ থেকে ৯৮ শতাংশ। আগামী কয়েকদিন তাপমাত্রার কোনও পার্থক্য পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। যদিও সপ্তাহান্তে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

West Bengal Weather Update : ফের নিম্নচাপের ভ্রুকুটি! জাঁকিয়ে শীত এখনও অধরা রাজ্যে
শীতের পথে কাঁটা নিম্নচাপ

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণিঝড় মনদৌস শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে তামিলনাড়ু, কর্নাটক এবং কেরালা সংলগ্ন এলাকায়। মঙ্গলবার এটি কেরালা উপকূলের আরব সাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। ক্রমশ শক্তি বাড়িয়ে এটি ভারতীয় উপকূল থেকে দুরে সরে যাবে বলেউ জানাচ্ছে হাওয়া অফিস। আবার নতুন করে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে আন্দামান সাগরে। আগামী ২৪ ঘন্টায় এটি দক্ষিণ আন্দামান সাগরে ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শ্রীলঙ্কার দিকে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

Cyclone Mandous : শীতের মরশুমে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মনদৌস! বাংলার উপর কী প্রভাব জানুন
কোন জেলায় কত নামল তাপমাত্রা?

আসানসোল- ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস
বহরমপুর- ১৪ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া- ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস
বিষ্ণুপুর- ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস
বর্ধমান- ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস
কোচবিহার- ১২.৫ ডিগ্রি সেলসিয়াস
দার্জিলিং- ৬.৬ ডিগ্রি সেলসিয়াস
ডায়মন্ড হারবার- ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস
দিঘা- ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস
জলপাইগুড়ি- ১২.৯ ডিগ্রি সেলসিয়াস
কালিম্পং- ১১.৫ ডিগ্রি সেলসিয়াস
দমদম- ১৫.২ ডিগ্রি সেলসিয়াস
সল্টলেক- ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস
হাওড়া- ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস
কৃষ্ণনগর- ১৩ ডিগ্রি সেলসিয়াস
মালদা- ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস
শিলিগুড়ি- ১৮ ডিগ্রি সেলসিয়াস
শ্রীনিকেতন- ১২.৫ ডিগ্রি সেলসিয়াস
সুন্দরবন- ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *