World Cup Qatar 2022 : ফুটবলের টানে কাতারে! বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে দেড় হাজার কলকাতাবাসী – world cup 2022 nearly 1500 kolkata football lovers to visit qatar during fifa world cup final


“কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল…।” সত্যেই হয়ত মধুই খুঁজে পেয়েছে বাঙালি, তাইতো অন্য গোলার্ধে থাকা একগুচ্ছ ফুটবলারের জন্য গলা ফাটাতে লাখ লাখ খরচ করে বাঙালি পৌঁছে যাচ্ছে কাতারে। বরাবরই ফুটবলের ক্রেজি ফ্যান বাঙালিরা। আর সেই ক্রেজ দেখাতেই সাত সুমদ্র তেরো নদী পেরিয়ে দলে দলে বাঙালি ফুটবলপ্রেমীরা পৌঁছে যাচ্ছে বিশ্বকাপের আসরে। মেসি-রোনাল্ডো-নেইমারের মতো তারকার খেলা চাক্ষুস করতে কাতারে উপচে পড়েছে বাঙালিদের ভিড়। এখনও পর্যন্ত প্রায় ৯ হাজার কলকাতাবাসী কাতারে পাড়ি দিয়েছেন। ফাইনাল পর্যন্ত সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেই জানা যাচ্ছে।

FIFA World Cup Final : বিশ্বকাপ ফাইনালে দার্জিলিং জমজমাট, ম্যালে ৬৫০০ গিটারে বাজবে ‘ওয়ান লাভ’
ফুটবলের টানে কলকাতা টু কাতার

ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। কিন্তু, বাঙালিদের মধ্যে এই ফুটবল ফিভার যেন একটু বেশিই। যেখানে নিজেদের দেশ বিশ্বকাপের লড়াইয়ের ধারেকাছেও নেই, সেখানে অন্য দেশের জন্য গলা ফাটাতে কাতারে পৌঁছে যাচ্ছেন হাজার হাজার বাঙালি ফুটবলপ্রেমী। কলকাতা তথা ভারতীয়দের উৎসাহ বিশ্বের সেরা দর্শকদের তালিকায় উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে। পরিসংখ্যান বলছে, চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত কাতারে হাজির হয়েছেন কলকাতার প্রায় নয় হাজার বাসিন্দা।

Argentina National Football Team : ভরসা দিচ্ছে ইতিহাস, বিশ্বকাপ সেমিফাইনালে অজেয় মেসিরা
ফাইনালে গ্যালারি কাঁপাবে দেড় হাজার বাঙালি

এখনও বাকি সেমিফাইনাল এবং ফাইনাল। ফলে চলতি সপ্তাহে আরও বাঙালি দর্শক পেতে পারে কাতার। মঙ্গলবার মধ্যরাতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফেভারিট আর্জেন্তিনার জয় সেই উৎসাহ আরও দ্বিগুন করে তুলেছে। ফাইনালেও তাই মেসি ম্যাজিক দেখতে মুখিয়ে রয়েছে আপামর ফুটবলপ্রেমী। লুসাইল স্টেডিয়ামের গ্যালারিতে প্রিয় লিওকে চিয়ার করতে দেখা যাবে বাঙালি দর্শকদের। যদিও নেইমারের ব্রাজিল এবং রোনাল্ডোর পর্তুগাল বিশ্বকাপের আসর থেকে ছিটকে যাওয়ায় কিছুটা হলেও মনখারাপ। তবে শেষ বিশ্বকাপে মেসির হাতে ট্রফি দেখতে ফুটবল পাগল বাঙালিরা রবিবারও হাজির থাকবেন লুসাইল স্টেডিয়ামের গ্যালারিতে। বিশ্বকাপের শেষ সপ্তাহের সাক্ষী থাকতে এখনও ভিসা ট্র্যাভেল প্যাকেজ নিয়ে খোঁজ খবর করে চলেছেন শহরের বাঙালিরা। ফাইনালে পৌঁছে যেতে পারেন দেড় হাজার দর্শক।

Lionel Messi : পাঁচতারা হোটেলের বদলে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে! কেন এমন সিদ্ধান্ত মেসিদের?
ট্র্যাভেল এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় শাখার প্রধান অনিল পাঞ্জাবি বলেন, “পূর্ব ভারত থেকে এখনও পর্যন্ত ১০ থেকে ১২ হাজার জন কাতারে গিয়েছেন। গত কয়েক সপ্তাহে এর মধ্যে কলকাতা থেকে কাতার যাত্রীদের সংখ্যা প্রায় নয় হাজার। এখনও দর্শকরা সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য খোঁজখবর করে চলেছেন। শেষ ল্যাপের এই তিন ম্যাচের জন্য আরও দেড় হাজার কলকাতার সমর্থক কাতার গিয়েছেন।”

World Cup : সেমিফাইনালের আগে চিন্তায় আর্জেন্তিনা, FIFA-র শাস্তির মুখে মেসিরা
কী কারণে কাতার বিশ্বকাপের ঝোঁক?

অনিল পাঞ্জাবি বলেন, “এবারের বিশ্বকাপ নিয়ে কলকতাবাসীর উৎসাহ চোখে পড়ার মত। এর পিছনে রয়েছে দু’টি কারণ। প্রথমত, দোহা পর্যন্ত সরাসরি ফ্লাইট এবং কোভিড পরবর্তী সময়ে বাঙালির ভ্রমণের তাগিদ বেড়ে যাওয়াই এত টিকিট বিক্রি হওয়ার মূল কারণ। এমনিতে ট্যুরিস্ট স্পট হিসাবে কাতারের তেমন নামডাক নেই। তবে বিশ্বকাপ কাতারের মুকুটে নতুন পালক জুড়ে দিয়েছে। এখন অনেকেই কাতারে যেতে চাইবেন বিশ্বকাপের পর।” ব্রাজিল, পর্তুগাল, স্পেন, জার্মানির মত হেভিওয়েট দলের বিদায় বিশ্বকাপের পরবর্তী পর্যায় কিছুটা বিবর্ণ করে দেবে বলে মনে করা হচ্ছিল। তবে এখনও কলকাতার দর্শকদের উৎসাহ ধরে রেখেছে মেসির আর্জেন্তিনা। নিজের চোখে ফুটবলের রাজপুত্রকে কাপ জয় করতে দেখার উৎসাহে এখনও দলে দলে পাড়ি দিয়েছেন কাতার।

Neymar : পরবর্তী বিশ্বকাপে খেলবেন নেইমার? মুখ খুললেন ব্রাজিলের ‘ট্র্যাজিক হিরো’
কাতার যেতে খরচ কত?

কলকাতা থেকে সরাসরি বিমানে দোহা যাওয়ার খরচ এই মুহূর্তে ৫৫ থেকে ৬০ হাজার টাকা। থাকা-খাওয়ার খরচও সাধ্যের মধ্যে। তাই বাক্স-প্যাটরা গুছিয়ে ফুটবলের টানে কলকাতা টু কাতার পাড়ি দিচ্ছেন বহু সংখ্যক মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *