Barasat Flyover Closed : স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ হবে বারাসত ফ্লাইওভার, বাস-অটোর রুট পরিবর্তনের সিদ্ধান্ত – barasat railway gate flyover will be closed soon for health checkup


বারাসাত চাঁপাডালি (Barasat Champadali) থেকে কলোনি মোড় (Colony More) সংযোগকারী উড়ালপুল (Barasat Flyover) আগামী একমাস বন্ধ থাকবে। বুধবার এমনটাই জানিয়েছেন বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়। প্রাথমিকভাবে ১৫ ডিসেম্বর থেকে এই উড়ালপুল বন্ধের প্রাথমিক পরিকল্পনা হলেও, সেই নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন অশনিবাবু। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্যই তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ত দফতর সূত্রে খবর, ব্রিজের বিয়ারিং গুলি পরীক্ষা করে তা বদলানোর পরিকল্পনা রয়েছে। যদিও এখন জেলার প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে ব্রিজ বন্ধের নোটিশ জারি করা হয়নি। সাধারণ মানুষের চিন্তার কথা ভেবে ব্রিজ বন্ধের দিন সাময়িক পিছিয়ে দেওয়া হতে পারে।

Morbi Bridge Collapse Incident: ‘কলকাতায়ও ফ্লাইওভার ভেঙে যায়…’, গুজরাটের ব্রিজ বিপর্যয়ে পোস্তা টেনে আক্রমণ দিলীপের
সম্প্রতি দোলতলা পুলিশ লাইনে একটি বৈঠক হয়। সেই বৈঠকে জেলাশাসক, জেলা পুলিশ সুপার, পুরসভা ও PWD আধিকারিক ছাড়াও ট্রাক ও বাস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে পূর্ত দফতরের আধিকারিকদের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে একমাসে মধ্য উড়ালপুল পরীক্ষার কাজ সম্পূর্ণ করে তা আবার চালু করে দেওয়া হবে। প্রত্যেকদিন এই ব্রিজ দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে। ব্রিজ বন্ধ হলে গাড়ি চালক থেকে সাধারণ মানুষ সকলেই সমস্যার মধ্যে পড়বেন।

Kolkata Accident News : দশমীর রাতে কলকাতায় ভয়ংকর দুর্ঘটনা, বেপরোয়া বাসের ধাক্কায় মৃত ৩
বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপ্যাধায় জানিয়েছেন, যানবাহন চলাচলে সমস্যা হতে পারে একথা মাথায় রেখে বেশ কিছু রুটের পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। এই উড়ালপুল দিয়ে ৮৭,৮৫ ও ৮১ এই তিনটি রুটের বাস চলে। উড়ালপুল পরীক্ষার কাজ চলাকালীন ৮৭ ও ৮৫ রুটের বাস ময়না এলাকায় এসপি অফিসের বিপরীতে থাকবে। হেলাবটতলা সংলগ্ন পেট্রোল পাম্প থেকে যাত্রী নিয়ে বাস ছাড়বে। প্রশাসনের তরফে বাস অ্যাসোসনিয়েশনকে জানিয়ে দেওয়া হয়েছে যে সেখানে এক সঙ্গে দু’টির বেশি বাস রাখা যাবে না। ৮১ নম্বর রুটের বাস বারাসত ফায়ার ব্রিগেডের নিকট একটি ফাঁকা জায়গা থেকে ছাড়বে।

Guwahati Flyover: আর নয় যানজট, পুজোর আগেই গুয়াহাটিতে নয়া ফ্লাইওভার
অটো চলাচলের ক্ষেত্রেও বিকল্প রুটের বন্দোবস্ত করেছে প্রশাসন। এই রুটে চলাচলকারী অটোগুলিকে আশেপাশে অটোরুটে ঢুকিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পণ্যবাহী গাড়ির রুটের ক্ষেত্রে বদল রয়েছে। যেসব গাড়িগুলির বারাসত চাঁপাডালি হয়ে আসবে, সেগুলি বারাসতের দিকে না গিয়ে অশোকনগর থেকে বাইপাস হয়ে বেড়িয়ে যাবে। তবে প্রশাসন মনে করছে, উড়ালপুল বন্ধ হলে ৩৪ ও ৩৫ নম্বর জাতীয় সড়কে যানবাহনের চাপ বেড়ে যাবে। গাড়ির চাপ সামলাতে ট্রাফিক পুলিশের তরফেও পরিকল্পনা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *