Birbaha Hansda : শহিদ কমিটি থেকে সরানো হল বিরবাহাকে – west bengal minister birbaha is removed from a committee in jhargram


Produced by Suman Majhi | Ei Samay | Updated: 14 Dec 2022, 9:29 am

লালগড়ের নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটির উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বিরবাহা হাঁসদাকে।

 

birbaha hansda
ছবি সৌজন্যেঃ ফেসবুক

হাইলাইটস

  • রাজ্যে ক্ষমতার পালাবদলের অন্যতম ইস্যুও ছিল নেতাইয়ের গণহত্যা।
  • তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতি বছর নেতাই শহিদ দিবস পালন করে আসছে।
  • রবিবার রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বিরবাহা হাঁসদাকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
এই সময়, ঝাড়গ্রাম: নেতাই শহিদ দিবসের ২৫ দিন আগেই লালগড়ের নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটির উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বিরবাহা হাঁসদাকে। মঙ্গলবার সন্ধ্যায় নেতাইয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাম আমলে সিপিএম মদতপুষ্ট দুষ্কৃতীদের গুলিতে লালগড়ের নেতাইয়ে ৯ জন গ্রামবাসী নিহত হন। রাজ্যে ক্ষমতার পালাবদলের অন্যতম ইস্যুও ছিল নেতাইয়ের গণহত্যা। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতি বছর নেতাই শহিদ দিবস পালন করে আসছে। কমিটির সম্পাদক স্মরজিৎ রায় তৃণমূলের লালগড় অঞ্চল যুব সভাপতি পদে ছিলেন। রবিবার তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যার ফলে নেতাই গ্রামের কোনও বাসিন্দা এই মুহূর্তে আর শাসকদলের কোনও সংগঠনের দায়িত্বে নেই।

Birbaha Hansda: ৬ মাস ধরে বিদ্যুৎহীন গ্রাম, বীরবাহার হস্তক্ষেপে শবরদের ঘরে ফিরল আলো
বিষয়টি স্থানীয় বিধায়ক বিরবাহা হাঁসদাকে জানানো হলেও কোনও প্রতিকার হয়নি বলে নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটির সভায় এদিন অভিযোগ ওঠে। তারপরেই এই সিদ্ধান্ত। কমিটির সভাপতি নন্তু অধিকারী বলেন, ‘আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টা কমিটির পদ থেকে বিরবাহা হাঁসদাকে অব্যাহতি দিয়েছি।’ অন্যদিকে, স্মরজিৎ রায় বলেন, ‘বিধায়ক বিরবাহা হাঁসদা পরিবর্তনের পিছনে নেতাইয়ের ভূমিকাকে অস্বীকার করছেন। না হলে নেতাই থেকে কাউকে সংগঠনে রাখা হতো। এটা নেতাইবাসীর কাছে অপমানজনক বলে মনে হয়েছে।’

Bharatiya Janata Party : ‘গাছে বেঁধে রাখবে…’, পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য বনগাঁর BJP বিধায়কের
ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু বলেন, ‘হয়তো মন্ত্রী ব্যস্ততার জন্য বিষয়টি দেখতে পারেননি। যেহেতু নেতাই গ্রাম থেকে কেউ নেই, তাই একটু অভিমান হয়ে থাকতে পারে। আমরা সে সব কিছু নিজেরা বসে মিটিয়ে নেব।’

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *