Devoleena Bhattacharjee: ফ্যানদের কনফিউজ করে বিয়ে সেরে ফেললেন দেবলীনা! – television actress devoleena bhattacharjee is going to marry soon see all the entertainment videos


ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee)। এই বঙ্গ ললনা অভিনয়ের জোরে ছোট পর্দায় রীতি মতো নিজের রাজত্ব বিস্তার করে নিয়েছেন খুব কম সময়ের মধ্যেই। সাথ নিভানা সাথিয়ার গোপী বউয়ের চরিত্রে দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন দেবলীনা। কিন্তু চরিত্রে শেষে যখন স্বরূপে ফিরলেন তখন সোশ্যাল মিডিয়ার পারদ বেড়ে গেল কয়েক গুণ। বিগ বস (Big Boss) সিজন ১৩, ১৪ এবং ১৫— তিন বারই বিগ বসের ঘরের অতিথি হতে দেখা গেছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁর ফলোয়ার সংখ্যা ৩.১ মিলিয়ন। আর ১৪ ডিসেম্বর সেই সব ফ্যানকে জাস্ট চমকে দিয়ে দেবলীনা পোস্ট করলেন তাঁর মেহেন্দি, সঙ্গীত ও বিয়ের একাধিক ছবি। আর এই পোস্টের মাধ্যমেই জানিয়ে দিলেন সাত পাকে বাঁধা পড়েছেন বিশাল সিংয়ের সঙ্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *