Love Story : বিয়ের পর জার্সি বদল! মেসিকে ছেড়ে এখন এমবাপের ভক্ত পান্ডুয়ার কুন্তল – kuntal of pandua support france in football world cup for his french wife instead of argentina


পান্ডুয়ার যুবক কুন্তল ভট্টাচার্যের বিয়ের পর পরিবর্তন হয়েছে একাধিক। বদলে গিয়েছে তাঁর ফুটবল দলও। আর্জেন্তিনার পরিবর্তে এখন অবশ্য ফ্রান্সকেই বেশি পছন্দ করেন তিনি। সৌজন্যে তাঁর ফরাসি স্ত্রী।

 

france fan
কুন্তল-প্যাট্রিসিয়া

হাইলাইটস

  • মেসি ভক্ত থেকে বিয়ের পর এমবাপের ভক্ত হয়ে গেলেন পান্ডুয়ার কুন্তল
  • ফরাসি স্ত্রীর জন্যই নিজের ফুটবল দলের ক্ষেত্রেও পরিবর্তন এনেছেন তিনি
  • রাত জেগে এখন ফ্রান্সকে সমর্থক করছেন কুন্তল ও প্যাট্রিসিয়া
West Bengal Local News : ছিলেন মেসির ভক্ত। কিন্তু, হঠাৎ করেই হয়ে গেলেন এপবাপের ভক্ত। তাঁর রক্তের রং ছিল নীল সাদা! কারণ তিনি ছিলেন আর্জেন্তিনার সাপোর্টার। কিন্তু, এখন তাঁর মনের মধ্যে শুধুই রয়েছে নীল-লাল-সাদা। এখন ফ্রান্স হল তাঁর প্রিয় দল। পান্ডুয়ার যুবক কুন্তল ভট্টাচার্যের এমন পরিবর্তন হয়েছে তাঁর বিয়ের পর। সৌজন্যে তাঁর ফরাসি স্ত্রী প্যাট্রিসিয়া। ফ্রান্সের বাসিন্দা প্যাট্রিসিয়াকে মাস পাঁচেক আগে বিয়ে করেন কুন্তল। তারপর থেকেই তাঁর প্রিয় ফুটবল দলও পরিবর্তন হয়ে গিয়েছে। World Cup : ‘এমবাপেকে নিয়ে ভাবছি না’, সেমিতে নামার আগে আত্মবিশ্বাসী মরক্কো
সোশাল মিডিয়ায় (Social Media) পরিচয় হয়েছিল তাঁদের। ওই ওয়েব দুনিয়া থেকেই শুরু হয় তাঁদের প্রেম কাহিনি। পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। আর তারপর বিয়ে। ঠিক যেন গল্পের মতোই। প্রেমে পড়লে মানুষ যে কত কি করতে পারে তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন কুন্তল ও প্যাট্রিসিয়া। মাত্র চারমাসের আলাপে গভীর হয়ে ওঠে সম্পর্ক। সম্পর্ক এতটাই মজবুত ছিল যে প্রেমের টানে (Love Relation) প্যারিস থেকে সুদূর পাণ্ডুয়াতে পাড়ি দিতেও দু’বার ভাবেননি প্যাট্রিসিয়া। আচমকা দিল্লিতে নেমে চমকে গিয়েছিলেন কুন্তলকে। এরপর কয়কেদিন একসঙ্গে কাটানোর পর মন্দিরে গিয়ে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। আর বিয়ের পর থেকেই ধীরে ধীরে পরিবর্তন এসেছে কুন্তলের মধ্যে। যে ফুটবল দল এতদিন তাঁর প্রিয় ছিল এখন সেই দলের পরিবর্তে ফ্রান্সকে সাপোর্ট করছেন তিনি। Lionel Messi : রক্তে ‘নীল সাদা ‘, মেসি ভক্তের উন্মাদনায় ইছাপুরের এই পাড়া এখন মিনি আর্জেন্তিনা
স্ত্রীর দেশ বিশ্বকাপে সেমিফাইনে নামছে মরক্কোর বিরুদ্ধে। বিয়ের আগে প্রিয় ফুটলার মেসির দেশ আর্জেন্তিনার সমর্থক হলেও এখন ফ্রান্সকে সমর্থন করেন কুন্তল। রাত জেগে দু’জনে খেলাও দেখছেন। প্যাট্রিসিয়া বলেন, “এপবাপে, গ্রীজম্যান ও জিরুদের হাতে বিশ্বকাপ উঠবে এবারও। মরক্কোকে হারিয়ে ফাইনালে উঠবে এবং গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আবারও জিতবে বিশ্বকাপ।” FIFA World Cup 2022 : বিশ্বকাপ-প্রোমোয় স্বপ্নের জাগলিং বিপাশার, অশোকনগরের দিনমজুরের মেয়ের চোখে বিশ্বজয়ের প্রত্যয়
ফরাসিরা বিশ্বকাপ জিততে দৌড়চ্ছে আর সাবেক ফরাস ডাঙা চন্দননগরে উল্লাস হবে না তা হয় নাকি! চন্দননগরের অলিগলি ফ্রান্সের পতাকায় সেজে উঠেছে। এমবাপে, গ্রীজম্যানদের জন্য রাত জাগতে প্রস্তুত চন্দননগর। সেই চন্দননগরের মণ্ডলবাড়ির বউমা নেলিনা মণ্ডলও চাইছেন ফ্রান্সের জয়। তাঁর বেলজিয়ামে জন্ম, নেদারল্যান্ডে বড় হয়ে ওঠা। আর কর্মসূত্রে প্যারিসে দীর্ঘদিন থাকতেন। বিয়ের পর চন্দননগরে। নেলিনা বলেন, “ফ্রান্স জিতুক মন থেকে চাই। তবে মরক্কো জিতলে অনুশোচনা থাকবে না। কারণ আফ্রিকার কোনও দেশ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে এটাই বড় কথা। মরক্কো ফাইনালে উঠে আর্জেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলে সব থেকে বেশি খুশি হব। এতে ভারতের মতো দেশ আগামী দিনে উৎসাহ পাবে।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *