সংরক্ষণ ইস্যুতে মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ আপাতত অন্তর্বর্তী নির্দেশ দিল না।

হাইলাইটস
- সংরক্ষণ ইস্যুতে এ বছর এমবিবিএসে ভর্তির মামলায় এখনও জট কাটল না আদালতে।
- মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ আপাতত অন্তর্বর্তী নির্দেশ দিল না।
- ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ – এটা একটা ‘ক্লাসিক কেস’, যেখানে বিচার বিভাগের হস্তক্ষেপ জরুরি।
তবে এ দিন সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ। বরং ওই রায়ের উপর সংশোধন করে মামলাকারীকে ভর্তির সুযোগ দিতে তাঁর প্রাপ্ত নম্বরের হিসেব কষে পরের দিন শুনানিতে হাজির করতে স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিল আদালত। তবে সংবিধান সংশোধন করে দুঃস্থদের ১০ শতাংশ সংরক্ষণের যে নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের তরফে, তা কার্যকরে আদালত দায়বদ্ধ বলে এ দিন মন্তব্য করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।
যদিও আদালতের বক্তব্য, এমবিবিএসে এতদিনে প্রায় সব ভর্তি হয়ে গিয়েছে। এই অবস্থায় বৃহত্তর স্বার্থে আদালত আপাতত একটি আসন ফাঁকা রাখার নির্দেশ দিচ্ছে। তার আগে সব মেডিক্যাল কলেজকে ১০ শতাংশ করে অঙ্কের হিসেবে আসন দিলে মামলাকারী তিস্তা দাসের যোগ্যতামান কোথায় দাঁড়ায়, তা খতিয়ে দেখতে হবে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মামলাকারী ভর্তি হতে পারেন কি না, সেই প্রশ্নে গোটা প্রক্রিয়া খতিয়ে দেখে ১৫ ডিসেম্বর আদালতে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। রিপোর্ট পাওয়ার পরেই চূড়ান্ত নির্দেশ দেবে আদালত। তবে আপাতত রুটিন মেনে স্বাভাবিক ভাবেই ক্লাস চলছে এমবিবিএসে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ