পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ চার বন্ধু গঙ্গায় স্নান করতে নামে। স্নান করতে গিয়ে চার বালককে তলিয়ে যেতে দেখেন স্থানীয় মানুষজন৷ তাঁরা সঙ্গে সঙ্গে গঙ্গায় নামেন তাদের উদ্ধার করতে৷ তিনজনকে উদ্ধার করতে সক্ষম হন এলাকাবাসী৷ কিন্তু আবদুলকে উদ্ধার করা যায়নি।
আবদুল গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছে, এই খবর পরিবারের লোকজন পেয়েই ছুটে আসেন৷ গঙ্গার পাড়ে পরিবারের লোকজন ছাড়াও প্রতিবেশীরা জড়ো হন। স্থানীয় লোকজন রাতভর তল্লাশি চালান বালকের খোঁজে৷ তবে আবদুলের কোনও হদিশ পাননি তাঁরা। খবর পেয়ে পুলিশ এসে ডুবুরিকে ডাকে৷ কিন্তু গতকাল ডুবুরি আসেননি৷ এদিন সকাল থেকে পুলিশের উদ্যোগে ফের শুরু হয়েছে তল্লাশি অভিযান। নামানো হয়েছে ডুবুরি৷
নিখোঁজ বালকের প্রতিবেশী সফিকুল খান বলেন, “চারজন একসঙ্গে গঙ্গায় স্নান করতে এসেছিল৷ তাদের তলিয়ে যেতে দেখে স্থানীয় মানুষজন টায়ার জলে ভাসিয়ে কোনও রকমে তিনজনকে উদ্ধার করেন৷ তবে একজন তলিয়ে যায়৷ কাল থেকে খোঁজা চলছে বালটিকে৷ কিন্তু মেলেনি খোঁজ৷ পুলিশে খবর দেওয়া হয়৷ পুলিশ কর্মীরা আসেন এবং ডুবুরিকে খবর দেন৷ যদিও গতকাল ডুবুরি আসেননি৷ আজ ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে৷”
স্থানীয় বাসিন্দা নাসিম শেখ বলেন, “এদিকে কোনও দিনই আসেনি ওরা৷ গতকালই চারজন স্নান করতে আসে৷ আমরা খবর পাই কয়েকজন তলিয়ে গিয়েছে৷ ছুটে এসে দেখি তিনজনকে উদ্ধার করেছে স্থানীয় মানুষজন৷ তবে একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি৷ তার খোঁজে গতকাল থেকেই তল্লাশি চলছে৷ কিন্তু এখনও খোঁজ মেলেনি৷ আজও পুলিশের তরফে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চলছে৷” তবে এখনও ছেলেটিকে উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি৷