Murshidabad News : সামশেরগঞ্জে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর, ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি – seven year old boy went down into ganga river in samserganj


West Bengal News : গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক বালক। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ থানার ধূলিয়ান পুরসভার লালপুর গঙ্গার ঘাটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বালকের নাম আবদুল আজিজ (৭)। তার বাড়ি সামশেরগঞ্জ থানার লক্ষ্মীনগর গ্রামে। তবে সে ধুলিয়ান পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে মামার বাড়িতে থাকত। নিখোঁজ বালকের খোঁজে রাতভর তল্লাশি চালান স্থানীয় বাসিন্দারা৷ কিন্তু মেলেনি খোঁজ৷ বুধবার সকাল থেকে ফের ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ (Samsherganj Police Station)৷ এখনও পর্যন্ত তার কোনও খোঁজ মেলেনি বলেই জানা গিয়েছে৷

Uttar 24 Pargana : নর্দমার পাশ থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য কাঁচরাপাড়ায়
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ চার বন্ধু গঙ্গায় স্নান করতে নামে। স্নান করতে গিয়ে চার বালককে তলিয়ে যেতে দেখেন স্থানীয় মানুষজন৷ তাঁরা সঙ্গে সঙ্গে গঙ্গায় নামেন তাদের উদ্ধার করতে৷ তিনজনকে উদ্ধার করতে সক্ষম হন এলাকাবাসী৷ কিন্তু আবদুলকে উদ্ধার করা যায়নি।
আবদুল গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছে, এই খবর পরিবারের লোকজন পেয়েই ছুটে আসেন৷ গঙ্গার পাড়ে পরিবারের লোকজন ছাড়াও প্রতিবেশীরা জড়ো হন। স্থানীয় লোকজন রাতভর তল্লাশি চালান বালকের খোঁজে৷ তবে আবদুলের কোনও হদিশ পাননি তাঁরা। খবর পেয়ে পুলিশ এসে ডুবুরিকে ডাকে৷ কিন্তু গতকাল ডুবুরি আসেননি৷ এদিন সকাল থেকে পুলিশের উদ্যোগে ফের শুরু হয়েছে তল্লাশি অভিযান। নামানো হয়েছে ডুবুরি৷

Crocodile in Ganga : জেলেদের পাতা জালে মাছের বদলে ধরা পড়ল আস্ত কুমির! চাঞ্চল্য কালিয়াচকে
নিখোঁজ বালকের প্রতিবেশী সফিকুল খান বলেন, “চারজন একসঙ্গে গঙ্গায় স্নান করতে এসেছিল৷ তাদের তলিয়ে যেতে দেখে স্থানীয় মানুষজন টায়ার জলে ভাসিয়ে কোনও রকমে তিনজনকে উদ্ধার করেন৷ তবে একজন তলিয়ে যায়৷ কাল থেকে খোঁজা চলছে বালটিকে৷ কিন্তু মেলেনি খোঁজ৷ পুলিশে খবর দেওয়া হয়৷ পুলিশ কর্মীরা আসেন এবং ডুবুরিকে খবর দেন৷ যদিও গতকাল ডুবুরি আসেননি৷ আজ ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে৷”

Jalpaiguri News : রেললাইনের ধার থেকে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য জলপাইগুড়িতে
স্থানীয় বাসিন্দা নাসিম শেখ বলেন, “এদিকে কোনও দিনই আসেনি ওরা৷ গতকালই চারজন স্নান করতে আসে৷ আমরা খবর পাই কয়েকজন তলিয়ে গিয়েছে৷ ছুটে এসে দেখি তিনজনকে উদ্ধার করেছে স্থানীয় মানুষজন৷ তবে একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি৷ তার খোঁজে গতকাল থেকেই তল্লাশি চলছে৷ কিন্তু এখনও খোঁজ মেলেনি৷ আজও পুলিশের তরফে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চলছে৷” তবে এখনও ছেলেটিকে উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *