যোগ্যদের ছেড়ে হঠাৎ কেন বিধায়কের স্ত্রীর নাম রয়েছে তালিকায়? এই নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। আবাস যোজনার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে স্বজনপোষণ নিয়ে সরব হয়েছিল BJP। কিন্তু, এবার বাঁকুড়ার সোনামুখী বিধানসভা এলাকার আবাস যোজনার তালিকায় গেরুয়া শিবিরের বিধায়কের স্ত্রীর নাম দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
তৃণমূলের আক্রমণ…
এই প্রসঙ্গে আইএনটিটিইউসি-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় বলেন, “চোরের মায়ের বড় গলা। রাজ্য সরকার আবাস যোজনার কাজ স্বচ্ছ ভাবে করছে। বাম এবং BJP অপপ্রচার করছে। BJP বিধায়কের পাকা দালান বাড়ি রয়েছে। তারপরেও কেন তাঁর স্ত্রীর নাম তালিকায়? তিনি জয়ের পর নিজের বিধানসভা এলাকার মানুষের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি। আবারও বলছি চোরের মায়ের বড় গলা।”
ঠিক কী বলছেন BJP বিধায়ক?
যাঁর স্ত্রীর তালিকায় নাম থাকা নিয়ে এত হইচই সেই BJP বিধায়ক দিবাকর ঘরামি এই প্রসঙ্গে বলেন, “তালিকাটি ২০১৮ সালের। আমরা কাচা বাড়িতে থাকতাম ২০২১ সাল পর্যন্ত। আমাদের আর্থিক অবস্থা কোনওকালেই ভালো ছিল না। যখন সার্ভে করতে আমাদের বাড়িতে এসেছিল সেই সময়ই আমি বলেছিলাম BDO -কে যে আমাদের পাকা বাড়ি রয়েছে। যাঁদের প্রয়োজন তাঁদের যেন এই বাড়ি দেওয়া হয়। আমার স্ত্রী লিখিতভাবে জেলা শাসককে জানিয়েছেন তাঁর পাকা বাড়ি রয়েছে। তাই ওই আবাস যোজনার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হোক।” এখানেই শেষ নয়, তিনি তৃণমূলকে পালটা তোপ দেগে বলেন, “এই তালিকা তো কাউকে দেওয়া যায় না। সেক্ষেত্রে কীভাবে লিস্ট পেল তৃণমূল। তার মানে লিস্ট নিয়ে আরও দুর্নীতি করছে ওরা।”