Pradhan Mantri Awas Yojana : ‘এক পয়সা দেবেন না…’, প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়ম নিয়ে আগেই সতর্ক করেছিলেন মহুয়া – mahua moitra told people not to pay anyone for enlisting name in pradhan mantri awas yojana


Produced by Tuhina Mondal | EiSamay.Com | Updated: 14 Dec 2022, 12:50 pm

আবাস যোজনায় কাউকে টাকা না দেওয়ার জন্য আগেই অনুরোধ করেছিলেন মহুয়া মৈত্র! কী বার্তা দিয়েছিলেন তিনি? জানুন

 

হাইলাইটস

  • আবাস যোজনায় যাতে কোনওভাবেই যাতে অনিয়ম না হয় তা নিশ্চিত করতে উদ্যোগী রাজ্য প্রশাসন।
  • কিন্তু, এখনও বিভিন্ন জেলা থেকে উঠছে ভুরি ভুরি অভিযোগ।
  • এদিকে বিষয়টি নিয়ে চলতি বছর ফেব্রুয়ারি মাসেই সাধারণ মানুষকে সতর্ক করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
  • তিনি সেখানে স্পষ্ট বার্তা দিয়েছিলেন, আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য যদি কেউ টাকা চায় সেক্ষেত্রে অবিলম্বে জানাতে হবে অভিযোগ।
PM Awas Yojana : আবাস যোজনায় যাতে কোনওভাবেই যাতে অনিয়ম না হয় তা নিশ্চিত করতে উদ্যোগী রাজ্য প্রশাসন। কিন্তু, এখনও বিভিন্ন জেলা থেকে উঠছে ভুরি ভুরি অভিযোগ। মঙ্গলবার জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Hari Krishna Dwivedi)। সেখানে এই প্রসঙ্গে একাধিক পদক্ষেপের বিষয়ে আলোচনা করা হয়। এই প্রকল্পে বরাদ্দ টাকা যাতে সঠিকভাবে নিয়ম মোতাবেক যোগ্য মানুষের হাতে পৌঁছয় সেজন্য পদক্ষেপ করার কথা বলা হয়েছে। কিন্তু, এই প্রকল্পে ‘টাকার লেনদেন’ নিয়ে ভুরি ভুরি অভিযোগ তুলছেন বিরোধীরা। এদিকে বিষয়টি নিয়ে চলতি বছর ফেব্রুয়ারি মাসেই সাধারণ মানুষকে সতর্ক করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি সেখানে স্পষ্ট বার্তা দিয়েছিলেন, আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য যদি কেউ টাকা চায় সেক্ষেত্রে অবিলম্বে জানাতে হবে অভিযোগ।

PM Awas Yojana Rural : বহুতলের মালিকও, আবাস যোজনায়!
কী বার্তা দিয়েছিলেন মহুয়া মৈত্র?
এই তৃণমূল সাংসদ বলেন, “আমার কাছে খবর এসেছে গত এক মাসে অনেক জায়গায়, অনেক ব্লকে, অনেক গ্রামে কয়েকজন ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে এই প্রকল্পে ঘর দেওয়ার নামে টাকা চাইছে। এই নিয়ে আমার কাছে অভিযোগ জমা পড়েছে। আমি মাইকিং করাচ্ছি। BDO-রাও সতর্ক করছেন। কৃষ্ণনগর এবং করিমপুরের বাসিন্দাদের আগেও বলা হয়েছে যদি আবাস যোজনার তালিকায় নাম আসে সেক্ষেত্রে তা কেউ কাটতে পারবে না। যদি নাম না থাকে সেক্ষেত্রে কেউ সেই নাম ঢোকাতে পারবে না। কেউ টাকা দাবি করলে ভয় না পেয়ে থানায় বা আমার অফিসে জানান। আমি একা এটা বন্ধ করতে পারব না।”

Awas Yojana Helpline Number : আবাস যোজনা নিয়ে সাহায্য প্রয়োজন? পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারা সেভ করুন এই নম্বরগুলি
তিনি আরও বলেন, “মানুষ আগে টাকা দেন। পরে বলেন সেই টাকা ফিরিয়ে দিন। এটা বুঝতে হবে টাকা যে দেয় এবং যে নেয় দু’জনেই সমান দোষী। তাই কোনও মিডিলম্যান টাকা নিলে তা জানান, নাম করে জানান।” সাধারণ মানুষকে সতর্ক করেছিলেন মহুয়া। তাই সেই পুরনো ভিডিয়ো নতুন করে চর্চায় উঠে এসেছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাতে কোনওভাবেই অযোগ্যরা ঠাঁই না পায় সেজন্যরাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জেলা আধিকারিকদের বারবার সতর্ক করেছেন। আশা, অঙ্গনওয়াড়ি কর্মীদের যাতে সমীক্ষা করতে গিয়ে কোনও হেনস্থার মুখে পড়তে না হয় সেজন্য পুলিশকে সদর্থক পদক্ষেপ করার কথাও জানানো হয়েছে প্রশাসনের তরফে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *