Shantipur Hospital : শিশু মৃত্যু নিয়ে তুমুল বাকবিতণ্ডা, শান্তিপুর হাসপাতালে ভাঙচুর – unexpected indent happens in santipur hospital


West Bengal News : শিশু মৃত্যুকে ঘিরে চূড়ান্ত হট্টগোল শান্তিপুর হাসপাতালে (Shantipur Hospital)। প্রসূতি মায়ের পেটে শিশু মৃত্যু হয়ে গেলেও পেট থেকে মৃত বাচ্চাকে দীর্ঘক্ষণ বের না করার অভিযোগ। হাসপাতাল চত্বরেই বিক্ষোভ প্রসূতির পরিবারের লোকজনের। বিক্ষোভের জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত। অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের।

Dakshin 24 Pargana : পারিবারিক অশান্তির জের, মগরাহাটে ঘুমন্ত স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল সাতটার সময় শান্তিপুর ২৩ নম্বর ওয়ার্ডের সূত্রাগর কাজীপাড়ার জুব্বার শেখ তাঁর গর্ভবতী স্ত্রীকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করেন। তাঁর বক্তব্য, গতকাল রাতেই বাচ্চা মারা যাওয়ার পরেও তাঁদেরকে আজ আল্ট্রাসনোগ্রাফি করিয়ে জানানো হয় বাচ্চার মৃত্যুর খবর। অভিযোগ, ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও গর্ভবতী মায়ের পেট থেকে মৃত বাচ্চা বের করার কোনও ব্যবস্থা করেননি শান্তিপুর হাসপাতাল (Shantipur Hospital) কর্তৃপক্ষ। এমনই অভিযোগ নিয়ে আজ শান্তিপুর হাসপাতালে রোগীর পরিবার বিক্ষোভ দেখায়। তাঁদের, অভিযোগ সকাল থেকেই নেই গাইনো ডাক্তার। এমনকি সুপারকে জানানো সত্ত্বেও তিনি খেতে গিয়েছেন বলে কেটে গিয়েছে চার ঘন্টা। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

অবসাদে বাচ্চা চুরি, থানায় ফোন স্বামীর
পরিবারের সদস্যের অভিযোগ, রোগীকে গতকাল হাসপাতালে আনার পরেও শারীরিক অবস্থা জটিল হতে শুরু করে। এরপরেও তাঁকে অন্য কোনও হাসপাতালে স্থানান্তরিত করার কথা জানায়নি হাসপাতাল। এরপর শিশুটি প্রসূতি মায়ের পেটে মারা যায়। দীর্ঘক্ষণ শিশুটি মারা গেলেও হাসপাতালের তরফে সেটি জানানো হয়নি বলে অভিযোগ পরিবারের সদস্যদের। প্রসূতির এক আত্মীয় বলেন, “শিশুটি অনেকক্ষণ আগেই মারা গিয়েছে। ওটা থেকে মায়ের শরীরে সংক্রমণ ছড়াতে পারে। মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে পারত। কোনও চিকিৎসক আমাদের সঙ্গে কথা বলেনি। হাসপাতালের সুপারের সঙ্গে আমরা দেখা করতে চেয়েছিলাম। এখন পুলিশ এসেছে। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে।”

Birbhum News : চিকিৎসায় গাফিলতির অভিযোগ, রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সিউড়ি হাসপাতালে
ঘটনাটি ঘটার পর হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করে দেন পরিবারের সদস্যরা। হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করার আবেদন জানান তাঁরা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় শান্তিপুর থানায় খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে আসে শান্তিপুর পুলিশ (Shantipur Police Station)। পুলিশ এসে রোগীর পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে পুরো বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা করে কিছু বলতে চাননি। তবে রোগীর পরিবারের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *