Siliguri News : শিলিগুড়িতে ১০ টাকার জন্য মাথা থেঁতলে বন্ধুকে খুন! জঙ্গল থেকে উদ্ধার দেহ – youth allegedly killed by his friend in siliguri just for rupees 10


মাত্র ১০-২০ টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা। আর তার জেরেই এক বন্ধুকে খুনের অভিযোগ উঠল আরও এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

 

Siliguri Murder.

হাইলাইটস

  • মাত্র 10-20 টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা শুরু হয়েছিল
  • সেই বচসার জেরেই এক বন্ধুকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে
  • জঙ্গল থেকে উদ্ধার করা হয় যুবকের রক্তাক্ত দেহ
West Bengal Live News : বন্ধুদের মধ্যে ১০-২০ টাকা নিয়ে বচসা হয়েছিল। যা মাঝে মধ্যেই বন্ধুদের (Friend) মধ্যে হয়ে থাকে। আর সেটা মিটেও যায়। কিন্তু, তার জন্য খুন হতে হল এক যুবককে! এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এমনকী, খুনের পর মৃতের বাড়িতে গিয়ে অভিযুক্ত যুবক জানায় যে, তার বন্ধুর মৃত্যু হয়েছে। তাঁর দেহ জঙ্গল (Forest) থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই সন্দেহ ছিল পুলিশের। এরপরই তদন্তে নামতেই পুলিশ খুনের ঘটনায় দুই জনকে গ্রেফতার করে। Siliguri News: সমপ্রেমে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, সন্দেহের বশে চরম পদক্ষেপ যুবকের
গত সোমবার শিলিগুড়ির (Siliguri) অদূরে বৈকুণ্ঠপুর জঙ্গলে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। যুবকের মাথা থেঁতলে তাঁকে খুনে করা হয়েছিল। ঘটনার পরই তদন্তে নামে আশিঘর ফাঁড়ির পুলিশ। জানা যায় মৃত যুবকের নাম রামপ্রসাদ সাহা। যুবকের বাবা পুলিশকে জানায় ছেলে রামপ্রসাদ মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃতের বাবা আশুতোষ সাহা জানান যে ছেলের মৃত্যুর খবর তাঁর এক বন্ধু তাঁদের বাড়িতে গিয়ে জানায়। সে জানায় জঙ্গলে রামপ্রসাদের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর আশিঘর ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে সুব্রত দাস ও অজয় রায় নামে দু’জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনা জানতে পারেন তদন্তকারীরা। এরপরই মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। Siliguri News Today : মাত্র আড়াই হাজার টাকা নিয়ে গণ্ডগোলের জন্য খুন, শিলিগুড়িতে চাঞ্চল্য
পুলিশ সূত্রে খবর, সুব্রত ও রামপ্রসাদ দু’জনে মিলে নেশা করেছিলেন। সেই সময় সুব্রত রামপ্রসাদের কাছে ১০ থেকে ২০ টাকা চায়। অভিযোগ, এরপর তিনি সেই টাকা দিতে রাজি না হওয়ায় রামপ্রসাদের উপর সুব্রত হামলা চালান। একটি বড় পাথর দিয়ে রামপ্রসাদের মাথায় মারা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সময় সেখানে ছিলেন অজয় নামে আরও এক যুবক। এরপর সুব্রত জঙ্গল থেকে বেরিয়ে দেখে যে সামনে কয়েকজন যুবক দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের গিয়ে সে জানায় যে জঙ্গলের মধ্যে এক যুবকের দেহ পড়ে রয়েছে। কিছুক্ষণ পর রামপ্রসাদের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের জানায় যে রামপ্রসাদের দেহ পাওয়া গিয়েছে। খবর দেওয়া হয় পুলিশকে। যদিও কোনও ভাবেই বিষয়টি মেনে নিতে পারছিল না পুলিশ। এরপর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তখনই আসল বিষয় জানতে পারা যায়। ATM Fraud Cases: পুলিশের জালে আরও এক ‘জামতাড়া’! এটিএমএ টাকা তুলতে আসা গ্রাহকরাই টার্গেট
ধৃত দুই যুবককে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠায় পুলিশ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী। এসিপি শুভেন্দ্র কুমার জানান, দু’জনকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ঘটনার পুনর্নির্মাণের জন্য দুজনকে ঘটনাস্থলেও নিয়ে গিয়েছিল পুলিশ। সেখান থেকে কিছু নমুনাও সংগ্রহ করা হয়েছে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *