মাত্র ১০-২০ টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা। আর তার জেরেই এক বন্ধুকে খুনের অভিযোগ উঠল আরও এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

হাইলাইটস
- মাত্র 10-20 টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা শুরু হয়েছিল
- সেই বচসার জেরেই এক বন্ধুকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে
- জঙ্গল থেকে উদ্ধার করা হয় যুবকের রক্তাক্ত দেহ
গত সোমবার শিলিগুড়ির (Siliguri) অদূরে বৈকুণ্ঠপুর জঙ্গলে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। যুবকের মাথা থেঁতলে তাঁকে খুনে করা হয়েছিল। ঘটনার পরই তদন্তে নামে আশিঘর ফাঁড়ির পুলিশ। জানা যায় মৃত যুবকের নাম রামপ্রসাদ সাহা। যুবকের বাবা পুলিশকে জানায় ছেলে রামপ্রসাদ মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃতের বাবা আশুতোষ সাহা জানান যে ছেলের মৃত্যুর খবর তাঁর এক বন্ধু তাঁদের বাড়িতে গিয়ে জানায়। সে জানায় জঙ্গলে রামপ্রসাদের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর আশিঘর ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে সুব্রত দাস ও অজয় রায় নামে দু’জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনা জানতে পারেন তদন্তকারীরা। এরপরই মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, সুব্রত ও রামপ্রসাদ দু’জনে মিলে নেশা করেছিলেন। সেই সময় সুব্রত রামপ্রসাদের কাছে ১০ থেকে ২০ টাকা চায়। অভিযোগ, এরপর তিনি সেই টাকা দিতে রাজি না হওয়ায় রামপ্রসাদের উপর সুব্রত হামলা চালান। একটি বড় পাথর দিয়ে রামপ্রসাদের মাথায় মারা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সময় সেখানে ছিলেন অজয় নামে আরও এক যুবক। এরপর সুব্রত জঙ্গল থেকে বেরিয়ে দেখে যে সামনে কয়েকজন যুবক দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের গিয়ে সে জানায় যে জঙ্গলের মধ্যে এক যুবকের দেহ পড়ে রয়েছে। কিছুক্ষণ পর রামপ্রসাদের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের জানায় যে রামপ্রসাদের দেহ পাওয়া গিয়েছে। খবর দেওয়া হয় পুলিশকে। যদিও কোনও ভাবেই বিষয়টি মেনে নিতে পারছিল না পুলিশ। এরপর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তখনই আসল বিষয় জানতে পারা যায়।
ধৃত দুই যুবককে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠায় পুলিশ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী। এসিপি শুভেন্দ্র কুমার জানান, দু’জনকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ঘটনার পুনর্নির্মাণের জন্য দুজনকে ঘটনাস্থলেও নিয়ে গিয়েছিল পুলিশ। সেখান থেকে কিছু নমুনাও সংগ্রহ করা হয়েছে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
