SSC Scam : জামিন চান সুবীরেশ ও কল্যাণময় – ssc scam case subiresh bhattacharya and kalyanmoy gangopadhyay approached calcutta high court for bail


Produced by Suman Majhi | Ei Samay | Updated: 14 Dec 2022, 11:27 am

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেতে কলকাতা হাইকোর্টে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

 

Kalyanmoy Subiresh
জামিন চান সুবীরেশ ও কল্যাণময়

হাইলাইটস

  • এসএসসির নবম-দশমে শিক্ষক এবং গ্রুপ-সি, গ্রুপ-ডি পদে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেতে আবেদন।
  • কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
  • মঙ্গলবার এই আবেদন জানানো হলো বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে।
এই সময়: এসএসসির নবম-দশমে শিক্ষক এবং গ্রুপ-সি, গ্রুপ-ডি পদে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার এই আবেদন জানানো হলো বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তাঁদের গ্রেপ্তার করে। বর্তমানে সুবীরেশ ও কল্যাণময় দু’জনেই রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচার বিভাগীয় হেফাজতে।

SSC Scam : ওএম আর শিট: আরও খোঁজ
সিবিআই তদন্তে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ অযোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করতেন, আর কল্যাণময় তাঁদের নামে নিয়োগপত্র গোপনে তৈরি করাতেন। নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় আপাতত বিচার বিভাগীয় হেফাজতে আছেন সুবীরেশ। তাঁকে আবার গ্রুপ-সি ও গ্রুপ-ডির কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় নিজেদের হেফাজতে চেয়ে সোমবার আলিপুর আদালতে আবেদন করেছে সিবিআই।

SSC Scam : এসএসসি অফিসেই নম্বর বদল ওএমআরে : সিবিআই
এই টানাপড়েনের মধ্যেই এ বার সুবীরেশ ও কল্যাণময় জামিনের জন্য হাইকোর্টের দ্বারস্থ হলেন। যদিও সুবীরেশ সিবিআই তদন্তে সহযোগিতা করছেন না বলেই কয়েক দিন আগে সিবিআই জানিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। যা শুনে প্রবল বিরক্ত আদালত প্রয়োজনে কড়া নির্দেশ দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিল। কল্যাণময় ও সুবীরেশের আবেদনের উপর এই সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *