পঞ্চায়েত ভোটের আগে চা শ্রমিকদের PF সহ একাধিক ইস্যু নিয়ে সরব হল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) চা শ্রমিকদের ভোট সুনিশ্চিত করতে একাধিক দাবি নিয়ে আলিপুরদুয়ারের শঙ্কোস থেকে পদযাত্রা শুরু করে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC৷ মঙ্গলবার PF এর জলপাইগুড়ি বিভাগীয় দফতরের সামনে তা সমাপ্ত হয়। দফতরের সামনে মঞ্চ বেঁধে বিক্ষোভ সমাবেশ করা ছাড়াও ৬ দফা দাবিতে স্মারকলিপিও প্রদান করা হয়৷
এমনকী, চলতি মাসের ৩১ তারিখের মধ্যে দাবিদাওয়া না মেটানো হলে জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে BJP-র বিধায়ক এবং সাংসদদের বাড়ি ঘেরাও করা হবে বলেও বিক্ষোভ মঞ্চ থেকে সাফ জানিয়ে দিলেন INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের চরম উদাসীনতার কারণে চা শ্রমিকরা PF থেকে বঞ্চিত হচ্ছে। সাতটি বন্ধ চা বাগান অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন গেজেট নোটিফিকেশন করেছিলেন। কিন্তু একটি বাগানও অধিগ্রহণ করা হয়নি।”
অন্যদিকে, ওই মঞ্চ থেকেই রাজ্যের শ্রমমন্ত্রী চা শ্রমিকদের মজুরি আরও বৃদ্ধি করার আশ্বাস দেওয়ার পাশাপাশি জানুয়ারিতে পাওনাগন্ডা নিয়ে ফের আন্দোলনে নামার কথা জানিয়েছেন। এই প্রসঙ্গে জেলা BJP সভাপতি বাপি গোস্বামী বলেন, “এত দিন বাম, কংগ্রেস, তৃণমূল চা শ্রমিকদের বঞ্চনা শোষণ করেছে। মলয়বাবুরা বলেছেন BJP-র মন্ত্রী বিধায়কদের বাড়ি ঘেরাও করবেন। ক্ষমতা থাকলে করে দেখাক। আসলে পঞ্চায়েত নির্বাচনের আগে ভোট নিশ্চিত করতে তৃণমূল এসব করছে।”
