Tea Labour : চা শ্রমিকদের PF সহ একাধিক দাবিতে সরব তৃণমূল, BJP সাংসদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি – trinamool trade union inttuc protest in several demands including the tea workers pf in jalpaiguri


West Bengal News : চা শ্রমিকদের (Tea Workers) দাবিদাওয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকার সমাধান না করলে ৩ জানুয়ারি থেকে উত্তরের দুই জেলার BJP-র বিধায়ক এবং সাংসদদের বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন তৃণমূল (TMC) শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। মঙ্গলবার প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) অফিসের জলপাইগুড়ির (Jalpajguri) বিভাগীয় দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি থেকে এমনই ঘোষণা করলেন INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়। শুধু তাই নয়, এদিনের বিক্ষোভ মঞ্চ থেকে চা শ্রমিকদের ফের মজুরি বৃদ্ধির কথা জানিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। সেই সঙ্গে তিনি কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার নাম না করে তাঁর সম্পত্তি বৃদ্ধি নিয়ে কটাক্ষ করেছেন। এদিকে, চা শ্রমিকদের PF সহ বিভিন্ন ইস্যু নিয়ে সংগঠনের এই আন্দোলনকে পঞ্চায়েত ভোটের আগে আইওয়াশ বলে মন্তব্য করেছেন জলপাইগুড়ি জেলা BJP সভাপতি৷

Alipurduar Tea Garden : পাখির চোখ পঞ্চায়েত ভোট, চা শ্রমিকদের PF-র দাবিতে তৃণমূলের আন্দোলন
পঞ্চায়েত ভোটের আগে চা শ্রমিকদের PF সহ একাধিক ইস্যু নিয়ে সরব হল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) চা শ্রমিকদের ভোট সুনিশ্চিত করতে একাধিক দাবি নিয়ে আলিপুরদুয়ারের শঙ্কোস থেকে পদযাত্রা শুরু করে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC৷ মঙ্গলবার PF এর জলপাইগুড়ি বিভাগীয় দফতরের সামনে তা সমাপ্ত হয়। দফতরের সামনে মঞ্চ বেঁধে বিক্ষোভ সমাবেশ করা ছাড়াও ৬ দফা দাবিতে স্মারকলিপিও প্রদান করা হয়৷

Purulia News Today : সরকারি প্রকল্পের পোস্টার ছেঁড়ার অভিযোগ, পুরুলিয়ায় গ্রেফতার BJP মণ্ডল সভাপতি
এমনকী, চলতি মাসের ৩১ তারিখের মধ্যে দাবিদাওয়া না মেটানো হলে জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে BJP-র বিধায়ক এবং সাংসদদের বাড়ি ঘেরাও করা হবে বলেও বিক্ষোভ মঞ্চ থেকে সাফ জানিয়ে দিলেন INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের চরম উদাসীনতার কারণে চা শ্রমিকরা PF থেকে বঞ্চিত হচ্ছে। সাতটি বন্ধ চা বাগান অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন গেজেট নোটিফিকেশন করেছিলেন। কিন্তু একটি বাগানও অধিগ্রহণ করা হয়নি।”

Congress Party : জেলাশাসক দফতরের​ সামনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ, ধুন্ধুমার পরিস্থিতি জলপাইগুড়িতে
অন্যদিকে, ওই মঞ্চ থেকেই রাজ্যের শ্রমমন্ত্রী চা শ্রমিকদের মজুরি আরও বৃদ্ধি করার আশ্বাস দেওয়ার পাশাপাশি জানুয়ারিতে পাওনাগন্ডা নিয়ে ফের আন্দোলনে নামার কথা জানিয়েছেন। এই প্রসঙ্গে জেলা BJP সভাপতি বাপি গোস্বামী বলেন, “এত দিন বাম, কংগ্রেস, তৃণমূল চা শ্রমিকদের বঞ্চনা শোষণ করেছে। মলয়বাবুরা বলেছেন BJP-র মন্ত্রী বিধায়কদের বাড়ি ঘেরাও করবেন। ক্ষমতা থাকলে করে দেখাক। আসলে পঞ্চায়েত নির্বাচনের আগে ভোট নিশ্চিত করতে তৃণমূল এসব করছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *