TMC : কোচবিহারে শাসকদলের গোষ্ঠীকোন্দল, TMCP নেতার বাড়ি ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ – cooch behar trinamool congress inner clash accused of vandalizing house


Produced by Suman Majhi | Lipi | Updated: 14 Dec 2022, 2:27 pm

কোচবিহারে শাসকদলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ৷ তুফানগঞ্জ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতার বাড়ি ভাঙচুর ও বোমা ছোড়ার অভিযোগ৷

 

Tufanganj Police Station
শাসকদলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ

হাইলাইটস

  • ফের শাসকদলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ৷ কোচবিহারে।
  • তুফানগঞ্জ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতার বাড়ি ভাঙচুর ও বোমা ছোড়ার অভিযোগ৷
  • ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
ফের শাসকদলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ৷ কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জ কলেজের (Tufanganj College) তৃণমূল ছাত্র পরিষদের নেতার (Trinamool Chhatra Parishad Leader) বাড়ি ভাঙচুর ও বোমা ছোড়ার অভিযোগ৷ অভিযোগের তির যুব তৃণমূল কংগ্রেসের (Yuba Trinamool Congress) দিকে৷ মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্দরন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কালিবাড়ি এলাকায়৷ ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাত্রের নাম বিক্রম দাস৷ তিনি তুফানগঞ্জ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র৷ ঘটনার খবর পেয়ে রাতেই ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। বুধবার দুপুরে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তুফানগঞ্জ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র বিক্রম দাস৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Bomb Recovered : ফের একাধিক তাজা বোমা উদ্ধার পূর্ব বর্ধমানে, আতঙ্ক এলাকায়
জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ছাত্র পরিষদের নেতা বিক্রম দাসের অনুপস্থিতিতে কিছু দুষ্কৃতী এসে তাঁর বাড়িতে ভাঙচুর চালায় ও বোমা ছোড়ে বলে অভিযোগ। কিন্তু বোমা না ফাটলেও বাড়ির লোকজন উঠানে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন বলে দাবি। পরে পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে যায়। হামলাকারীরা যুব তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট (Vice President) দেবাশিস বর্মনের অনুগামী বলে দাবি৷ এর আগেও বিক্রমকে কলেজে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। বিক্রম দাস বলেন, ‘‘আমি বাড়িতে ছিলাম না৷ এক বন্ধু ফোন করে বলে আমার বাড়িতে ভাঙচুর হয়েছে৷ বোমা মেরেছে৷ পুলিশ এসে বোমা উদ্ধার করে৷ দীর্ঘদিন ধরেই কলেজে ঝামেলা চলছে৷ বহিরাগতরা কলেজের মধ্যে ঢুকে মিটিং করছে৷ এর আগেও আমাকে মারধর করা হয়েছে৷’’

Nandigram News Today : সবজির বাগান থেকে উদ্ধার তাজা বোমা, আতঙ্ক নন্দীগ্রামে
বিক্রমের মা বলেন, ‘‘ওদের কলেজে কী হয়েছে জানি না৷ গতকাল বেশ কয়েকজন বাড়ি ঘেরাও করে বিক্রমকে ঘর বেরতে বলে এবং ওকে মেরে ফেলার হুমকি দেয়৷ বাড়ি ভাঙচুর করে৷ এর আগেও মেরে ওর মাথা ফাটিয়ে দিয়েছিল৷’’ তারাই হামলা চালিয়েছে বলে দাবি বিক্রমের মা’র৷ যুব তৃণমূল কংগ্রেসের নেতা মূলত দেবাশিস বর্মনের বিরুদ্ধে অভিযোগ করেন বিক্রম। যদিও অভিযোগ অস্বীকার করেছে যুব তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস বর্মন।
শহর যুব তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট দেবাশিস বর্মন বলেন, ‘‘তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই৷ সমস্ত মিথ্যা অভিযোগ৷’’ এটিকে তৃণমূলের (TMC) এই গোষ্ঠীকোন্দল বলে কটাক্ষ করেছে BJP৷ BJP নেতা প্রসেনজিৎ বসাক বলেন, ‘‘তুফানগঞ্জ কলেজে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল চলছে ক্ষমতা দখলকে কেন্দ্র করে৷ তৃণমূল কংগ্রেস যেভাবে তুফানগঞ্জকে অশান্ত করার চেষ্টা করছে, তা বন্ধ না করলে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলন করবে৷’’

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *