কোচবিহারে শাসকদলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ৷ তুফানগঞ্জ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতার বাড়ি ভাঙচুর ও বোমা ছোড়ার অভিযোগ৷

হাইলাইটস
- ফের শাসকদলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ৷ কোচবিহারে।
- তুফানগঞ্জ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতার বাড়ি ভাঙচুর ও বোমা ছোড়ার অভিযোগ৷
- ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ছাত্র পরিষদের নেতা বিক্রম দাসের অনুপস্থিতিতে কিছু দুষ্কৃতী এসে তাঁর বাড়িতে ভাঙচুর চালায় ও বোমা ছোড়ে বলে অভিযোগ। কিন্তু বোমা না ফাটলেও বাড়ির লোকজন উঠানে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন বলে দাবি। পরে পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে যায়। হামলাকারীরা যুব তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট (Vice President) দেবাশিস বর্মনের অনুগামী বলে দাবি৷ এর আগেও বিক্রমকে কলেজে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। বিক্রম দাস বলেন, ‘‘আমি বাড়িতে ছিলাম না৷ এক বন্ধু ফোন করে বলে আমার বাড়িতে ভাঙচুর হয়েছে৷ বোমা মেরেছে৷ পুলিশ এসে বোমা উদ্ধার করে৷ দীর্ঘদিন ধরেই কলেজে ঝামেলা চলছে৷ বহিরাগতরা কলেজের মধ্যে ঢুকে মিটিং করছে৷ এর আগেও আমাকে মারধর করা হয়েছে৷’’
বিক্রমের মা বলেন, ‘‘ওদের কলেজে কী হয়েছে জানি না৷ গতকাল বেশ কয়েকজন বাড়ি ঘেরাও করে বিক্রমকে ঘর বেরতে বলে এবং ওকে মেরে ফেলার হুমকি দেয়৷ বাড়ি ভাঙচুর করে৷ এর আগেও মেরে ওর মাথা ফাটিয়ে দিয়েছিল৷’’ তারাই হামলা চালিয়েছে বলে দাবি বিক্রমের মা’র৷ যুব তৃণমূল কংগ্রেসের নেতা মূলত দেবাশিস বর্মনের বিরুদ্ধে অভিযোগ করেন বিক্রম। যদিও অভিযোগ অস্বীকার করেছে যুব তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস বর্মন।
শহর যুব তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট দেবাশিস বর্মন বলেন, ‘‘তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই৷ সমস্ত মিথ্যা অভিযোগ৷’’ এটিকে তৃণমূলের (TMC) এই গোষ্ঠীকোন্দল বলে কটাক্ষ করেছে BJP৷ BJP নেতা প্রসেনজিৎ বসাক বলেন, ‘‘তুফানগঞ্জ কলেজে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল চলছে ক্ষমতা দখলকে কেন্দ্র করে৷ তৃণমূল কংগ্রেস যেভাবে তুফানগঞ্জকে অশান্ত করার চেষ্টা করছে, তা বন্ধ না করলে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলন করবে৷’’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ