28th KIFF: ‘এখনও নাগরিক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে…’


28th KIFF, Amitabh Bachchan, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ‘টানা তিন বছর কলকাতায় আসতে পারেননি। তাই কষ্ট হয়েছে, মমতা দি-কে ধন্যবাদ আবার ডাকার জন্য।’ ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে এভাবেই নিজের বক্তব্য শুরু করেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। যদিও বিগ বি নয়, নিজেকে বরাবরের মতো ‘কলকাতার জামাই’ বলেই পরিচয় দিলেন অমিতাভ। বললেন, ‘কলকাতা আমার বাড়ির মতো, আমি আপনাদের জামাইবাবু, জীবনভর জামাই থাকব।’

এদিন নিজের বক্তব্যের শুরুতে বারবার কলকাতাকে স্যালুট জানালেন অমিতাভ বচ্চন। বললেন, তাঁর জীবনের প্রথম চাকরি এই কলকাতায়। এদিন অমিতাভের কথায় বারবার উঠে এল কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের কথা। শিল্পের জন্য বারবার কলকাতাকে ধন্যবাদ জানালেন শাহেনশা। কলকাতাবাসীকে, রাজ্যবাসীকে স্পষ্ট বাংলায় ‘ভালো থাকার’ কথা বললেন তিনি। তারপর তাঁর বক্তব্যে উঠে এল কোভিড-১৯-এর মতো মহামারীর কথা। গত তিন বছর মানব জীবনকে কীভাবে নয়ছয় করে দিয়েছে এই মহামারী, প্রসঙ্গক্রমে উঠে এল স্প্যানিশ ফ্লু, বোম্বে ইনফ্ুয়েঞ্জার কথা। উঠে এল ভারতীয় চলচ্চিত্রের যাত্রাপথ, তার সঙ্গে কলকাতার জড়িয়ে থাকা। উঠে এল গোটা দেশের আঞ্চলিক সঙ্গীতের কথা, যেখানে উঠে এল বাংলার কীর্তন কাওয়ালির কথাও। বললেন রাজা হরিশচন্দ্র, অলিম্পিয়া থিয়েটারে চিত্র প্রদর্শনী, দাদাসাহেব ফালকে পুরস্কারের কথা। মনে করালেন বাংলার প্রথম নির্বাক ছবি বিল্বমঙ্গলের কথা। তুলে আনলে ব্রিটিশ ভারত, তৎকালীন ভারতীয় সিনেমা, ইতিহাস সহ আরও নানান প্রসঙ্গ… 

এদিকে যে অমিতাভ বচ্চন, রাজনৈতিক বিতর্ক থেকে চিরকার নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য পরিচিত, তাঁকে এদিন কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে ‘নাগরিক স্বাধীনতা’ এবং ‘মত প্রকাশের স্বাধীনতা’র মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল ইস্যুতে বিরল মন্তব্য করতে শোনা যায়।
ব্রিটিশ সেন্সরশিপ, নিপীড়ন, সাম্প্রদায়িকতা এবং সামাজিক ঐক্য, স্বাধীনতা-পূর্ববর্তী চলচ্চিত্র নিয়ে দীর্ঘ কথা বলার পরে, অমিতাভ বচ্চন বলেন, ‘এখনও, আমি নিশ্চিত মঞ্চে উপস্থিত আমার সহকর্মীরা নাগরিক স্বাধীনতা এবং ‘মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যে প্রশ্ন উঠছে সেবিষয়ে একমত হবেন।’ 

এদিন নিজের বক্তব্যের শেষে আবারও রবীন্দ্রনাথে ফিরে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। কবি গুরুর কথা ধরে বললেন, ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো আরো দাও প্রাণ…., আরো আলো আরো আলো এই নয়নে, প্রভু ঢালো…।’ এদিকে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উদযাপিত হয় অমিতাভ বচ্চনের ৮০ বছরের জন্মদিন। উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হয় হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত, অমিতাভ বচ্চন-জয়া বচ্চন অভিনীত ‘অভিমান’।  এছাড়াও এবার অমিতাভের বিভিন্ন ছবি নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। অমিতাভ বচ্চন রেট্রোস্পেকটিভে প্রদর্শিত হবে মেগাস্টারের ৯টি ছবি। এদিকে এদিন চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই অমিতাভ বচ্চনের মতো ব্যক্তিত্বকে ভারতরত্ন দেওয়ার দাবি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *