২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের (28th Kolkata International Film Festival) আজ উদ্বোধনী। আর রীতি মেনে প্রিয় বাংলায় ফিরে এলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বৃহস্পতিবার সকালেই নেতাজী সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে পা রাখলেন বিগ বি (BIG B)। তাঁকে স্বাগত জানাতে একদিকে যেমন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja), তেমনই সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন বিগ বি ফ্যান ক্লাবের সদস্যরা। আর বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে অমিতাভ বচ্চন সোজা এগিয়ে গেলেন ফ্যানদের দিকে। হাতে তুলে নিলেন তাঁদের আনা ফুলের বোকে। সামান্য কথাও বললেন…