Asansol News: কম্বলের বদলে ফিরল প্রীতির নিথর দেহ, বুকফাটা হাহাকার সন্তানহারা মায়ের – priti singh family members broke into tears after her death in stampede incident


Produced by Tuhina Mondal | Lipi | Updated: 15 Dec 2022, 11:10 pm

শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে গিয়ে মৃত্যু হয় ছোট্ট প্রীতির। তার দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার।

 

হাইলাইটস

  • এলাকায় শীতবস্ত্র, কম্বল বিতরণের খবর আসতেই মায়ের সঙ্গে বেরিয়ে পরে সে।
  • আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে (Asansol Stampede incident) গিয়ে প্রাণ হারিয়েছে দশ বছরের প্রীতি সিং।
  • দেহ বাড়িতে আসতে কান্নার রোল গোটা এলাকায়।
জাঁকিয়ে ঠান্ডা পড়লে বড় কষ্ট হয়। ঘরে একটা ভালো কম্বল নেই শীত আটকানোর। থাকবেই বা কী করে ? ঘরের একমাত্র উপার্জনের ভরসা দাদা। দিনমজুর দাদার খাটুনিতে যেটুকু আসে তাতে কোনওরকমে ডাল-ভাতটুকু জোগাড় হয়। এলাকায় শীতবস্ত্র, কম্বল বিতরণের খবর আসতেই মায়ের সঙ্গে বেরিয়ে পরে সে। আজ যে বাড়িতে শীতের রাতের “সম্বল” আসবে নিশ্চিন্তে ঘুমানোর জন্য। তখন কে জানত, চির ঘুমের দেশে চলে যাবে ছোট্ট প্রীতি। আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে (Asansol Stampede incident) গিয়ে প্রাণ হারিয়েছে দশ বছরের প্রীতি সিং। দেহ বাড়িতে আসতে কান্নার রোল গোটা এলাকায়। পিতৃহারা প্রীতি মায়ের সঙ্গে গিয়েছিল আসানসোলে ২৭ নম্বর ওয়ার্ডে সেই কম্বল বিতরণী অনুষ্ঠানে। বিভীষিকাময় বুধবারের রাত মন থেকে কিছুতেই মুছে ফেলতে পারছে না প্রীতির পরিবার ও এলাকার বাসিন্দারা। প্রীতির বাবা মুন্না সিং ২০১৪ সালে মারা গিয়েছেন। মা কিরণ দেবীর কাছেই বড় হচ্ছিল সে। আদরের দাদা দিনমজুরের কাজ করেন। দাদার উপার্জন ভরসা পুরো পরিবারের। ঘটনার পর থেকে কেমন একটা গুম মেরে গিয়েছে দাদা। শোকে পাথর কিরণ দেবীও।

Asansol Incident : আসানসোলে কম্বল দানে পদপিষ্ট হয়ে মৃত্যু, তদন্ত কমিটি গঠন পুলিশে
বারবার একটাই কথা ভাবছেন, কোনওরকমে মেয়েটাকে নিয়ে যদি ওই ভিড় থেকে বেরিয়ে আসতে পারতাম। শোকস্তব্ধ গোটা এলাকার মানুষও। অনেকেই বলছেন, “কম্বল নিতে গিয়ে এরকম হুড়োহুড়ি পড়ে যাবে, কেউ ভাবতেও পারেনি।” অনেকের কথায়, ” আয়োজকদের আরেকটু সাবধান হওয়া উচিত ছিল।” উল্লেখ্য, বুধবার সন্ধেবেলা আসানসোলের (Asansol) ২৭ নম্বর ওয়ার্ডে কম্বল বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই অনুষ্ঠানে কম্বল নিতে হুড়োহুড়ি পড়ে যায়। তৈরি হয় বিশৃঙ্খলা। পদপিষ্ট হয়ে এক শিশু সহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় মৃত বছর পঁয়তাল্লিশের চাঁদমনি দেবী। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বছর আটচল্লিশের বাসিন্দা ঝালি বাউরির। হুড়োহুড়িতে পায়ের তলায় পড়ে গিয়ে প্রাণ হারায় বছর দশেকের প্রীতি সিং।

Kunal Ghosh : ‘অরাজকতার রাজনীতি করছে’, আসানসোলের ঘটনায় শুভেন্দুকে নিশানা কুণালের
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী আধিকারিকরা। কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত করে বৃহস্পতিবারের মধ্যে পুলিশ কমিশনার ও জেলাশাসকের কাছে রিপোর্ট পাঠানো হবে। এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করা হতে পারে। গতকাল এই ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *