আপনি কি বাঁকুড়া (Bankura) বা পুরুলিয়া (Purulia) জেলার বাসিন্দা ? বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতেও প্রতিটি মহকুমা অনুযায়ী আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিভিন্ন অভিযোগ থেকে সাধারণ মানুস যাতে সুবিধা পায় তার জন্য মহকুমা ভিত্তিক গ্রামীণ আবাস যোজনা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য জেলার তিনটি মহকুমাতে বিশেষ ফোন নাম্বার ঘোষণা করেছে।
বাঁকুড়া জেলা –
● বাঁকুড়া সদর (Bankura Sadar) মহকুমার জন্য যোগাযোগের নম্বর 032420 – 250260
● বিষ্ণুপুর মহকুমার (Bishnupur Sub Division) বাসিন্দাদের জন্য যোগাযোগের নম্বর 03244 – 256244 এবং 03244 – 2543131।
● খাতড়া মহকুমার (Khatra Sub Division) জন্য যোগাযোগের নম্বর – 9973836922।
উপভোক্তারা সরাসরি এই নাম্বারে ফোন করে তাঁদের অভিযোগ বা পরামর্শ জানাতে পারবেন।
পুরুলিয়া জেলা –
● পুরুলিয়া (Purulia) সদর হেল্পলাইন নম্বর হল – 9073937766
● রঘুনাথপুর (Raghunathpur) মহকুমার নম্বর হল – 90641498807
● ঝালদা (Jhalda) মহকুমার নম্বর – 9073937772
● মানবাজার (Manbazar) এলাকায় নম্বর হল – 7908397524
প্রসঙ্গত, আবাস যোজনা (Awas Yojana) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার বাঁকুড়ায় (Bankura) অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামের কিছু বাসিন্দা। ঘটনাটি ঘটে বাঁকুড়া (Bankura) এক নম্বর ব্লকের তরিবতরডিহি গ্রামে। স্থানীয় সূত্রে খবর, আবাস প্লাসের সদ্য প্রকাশিত উপভোক্তা তালিকায় বাঁকুড়া এক নম্বর ব্লকের তরিবতরডিহি গ্রামের প্রায় ২০টি পরিবারের নাম ছিল। সম্প্রতি সেই নামগুলি ধরে সমীক্ষাও করা হয়।
গ্রামবাসীদের দাবি, প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও উপভোক্তাদের একটা বড় অংশের নাম বাতিল করে দেওয়া হয়েছে। এর আগে বাঁকুড়ায় (Bankura) এক নম্বর ব্লকের জগদল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে আবাস যোজনার তালিকায় বাবার নাম তোলার অভিযোগ ওঠে। পুরুলিয়া জেলাতেও একাধিক জায়গায় অনিয়মের অভিযোগ ওঠে। পুরুলিয়া (Purulia) জেলার কাশীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অনিয়মের অভিযোগ তুলে মহিলারা বিক্ষোভ দেখান।
জেলা থেকে এরকম একাধিক অভিযোগ উঠে আসছে প্রতিদিনই। বিভিন্ন SDO অফিসে কন্ট্রোল রুমে ফোন করে যাতে উপভোক্তারা তাঁদের অসুবিধা বা অভিযোগের কথা জানাতে পারেন এবং পরবর্তীকালে তাঁদের অভিযোগ যাতে গ্রহণ করা হয় এবং অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হয় সে ব্যাপারে ইতিমধ্যেই কড়া নির্দেশ এসেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে। উপরোক্ত নম্বরগুলো যাতে সবসময় চালু থাকে, নম্বরগুলোতে যাতে যান্ত্রিক গোলযোগ যাতে না থাকে, সে ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়েছে।