ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ার জয়পুর তাঁতী পুকুর সংলগ্ন এলাকায়। মৃত্যু এক মোটর বাইক আরোহীর।
হাইলাইটস
- ভয়াবহ পথ দুর্ঘটনা বাঁকুড়ায়।
- মৃত্যু এক মোটর বাইক আরোহীর।
- সিসিটিভি দেখে ঘাতক গাড়িটিকে চিহ্নিতকরণের চেষ্টা করছে।
স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে খবর দেন জয়পুর থানার পুলিশকে। দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুলিশ। মৃত ব্যক্তির দেহটিকে উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে (Bishnupur District Hospital) ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। খবর দেওয়া হয় মৃত ব্যক্তির বাড়িতে। বাড়ির লোকেরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন। পরিবারের সদস্যরা জানান, ঘটনার মিনিট কুড়ি আগেই কার্তিক বাড়ি থেকে বের হয়েছিলেন বাজার করার জন্য। তিনি জয়পুর আসাছিলেন। আর তার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কীভাবে হল এই দুর্ঘটনা সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানায়নি পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ। সিসিটিভি দেখে ওই ঘাতক গাড়িটিকে চিহ্নিতকরণের চেষ্টা করছে।
প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে বাঁকুড়ায়। বেপরোয়া বোলেরো গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দুই পথচারীর। এছাড়াও গুরুতর আহত হন দুজন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। ঘটনাটি ঘটে বাঁকুড়ার দুর্গাপুর রাজ্য সড়কের বেলিয়াতোড় ডাক বাংলো মোড়ে। একটি চার চাকা গাড়িকে দ্রুত গতিতে আসতে দেখে বেলিয়াতোড়ের ডাক বাংলো মোড়ের কাছে কর্তব্যরত পুলিশ বোলেরো গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে গাড়িটি আরও গতি বাড়িয়ে দেয়। এরপর একটি সাইকেলে ধাক্কা মারে গাড়িটি। পরে ডাক বাংলো মোড়ের কাছে আচমকাই পথ চলতি স্থানীয় চারজনকে ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় গাড়ি চালক এবং গাড়িকে আটক করে পুলিশ।
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ