Bankura Road Accident : ভয়াবহ পথ দুর্ঘটনা বাঁকুড়ায়, মৃত বাইক আরোহী – bankura road accident bike driver expired


Produced by Suman Majhi | Lipi | Updated: 15 Dec 2022, 7:00 pm

ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ার জয়পুর তাঁতী পুকুর সংলগ্ন এলাকায়। মৃত্যু এক মোটর বাইক আরোহীর।

 

Bankura Road Accident
ভয়াবহ পথ দুর্ঘটনা বাঁকুড়ায়

হাইলাইটস

  • ভয়াবহ পথ দুর্ঘটনা বাঁকুড়ায়।
  • মৃত্যু এক মোটর বাইক আরোহীর।
  • সিসিটিভি দেখে ঘাতক গাড়িটিকে চিহ্নিতকরণের চেষ্টা করছে।
ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ার (Bankura) জয়পুর তাঁতী পুকুর সংলগ্ন এলাকায়। মৃত্যু এক মোটর বাইক আরোহীর। মৃত ব্যক্তির নাম কার্তিক দালাল। পেছন থেকে গাড়ি এসে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাইকটিকে ধাক্কা মারলে ছিটকে পড়েন কার্তিক। রাস্তায় ছিটকে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন তাঁর দেহাংশ। ঘটনাস্থলে হাজির হয় জয়পুর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কার্তিক দালাল মোবারকপুরের বাসিন্দা। তিনি বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে তাঁতী পুকুর এলাকায় চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। এরপর তিনি বাইক নিয়ে জয়পুরের দিকে যাচ্ছিলেন। বাইক চালু করার কয়েকশো মিটারের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। সূত্র মারফত জানা গিয়েছে, পেছন দিক থেকে একটি গাড়ি এসে ধাক্কা মেরে পালিয়ে যায়। মাথার উপর দিয়ে গাড়ির চাকা চলে যাওয়ার কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় মানুষজন ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতে পান ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মোটরসাইকেল নিয়ে পড়ে আছেন। তাঁর শরীরের একাংশ ছিন্ন-ভিন্ন হয়ে গিয়েছে।

Jhargram Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা বাইকের, গোপীবল্লভপুরে মৃত ১
স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে খবর দেন জয়পুর থানার পুলিশকে। দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুলিশ। মৃত ব্যক্তির দেহটিকে উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে (Bishnupur District Hospital) ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। খবর দেওয়া হয় মৃত ব্যক্তির বাড়িতে। বাড়ির লোকেরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন। পরিবারের সদস্যরা জানান, ঘটনার মিনিট কুড়ি আগেই কার্তিক বাড়ি থেকে বের হয়েছিলেন বাজার করার জন্য। তিনি জয়পুর আসাছিলেন। আর তার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কীভাবে হল এই দুর্ঘটনা সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানায়নি পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ। সিসিটিভি দেখে ওই ঘাতক গাড়িটিকে চিহ্নিতকরণের চেষ্টা করছে।

Uttar 24 Pargana : বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, টাকি রোড অবরোধ স্থানীয়দের
প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে বাঁকুড়ায়। বেপরোয়া বোলেরো গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দুই পথচারীর। এছাড়াও গুরুতর আহত হন দুজন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। ঘটনাটি ঘটে বাঁকুড়ার দুর্গাপুর রাজ্য সড়কের বেলিয়াতোড় ডাক বাংলো মোড়ে। একটি চার চাকা গাড়িকে দ্রুত গতিতে আসতে দেখে বেলিয়াতোড়ের ডাক বাংলো মোড়ের কাছে কর্তব্যরত পুলিশ বোলেরো গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে গাড়িটি আরও গতি বাড়িয়ে দেয়। এরপর একটি সাইকেলে ধাক্কা মারে গাড়িটি। পরে ডাক বাংলো মোড়ের কাছে আচমকাই পথ চলতি স্থানীয় চারজনকে ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় গাড়ি চালক এবং গাড়িকে আটক করে পুলিশ।

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *