Dilip Ghosh | Suvendu Adhikari: শুভেন্দুর ডেট-লাইনকে দিলীপের ‘তারিখ পে তারিখ’ কটাক্ষ!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুভেন্দু অধিকারীর ডেট-লাইনকে কটাক্ষ দিলীপ ঘোষের। ‘তারিখ পে তারিখ’ এই কথা শোনা গিয়েছে দিলীপ ঘোষের মুখে। বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতির সাফ কথা, তিনি তারিখের রাজনীতি করেন না। যারা করেন, তারা বলতে পারবেন। তিনি এই দিনক্ষণ মিলিয়ে রাজনীতির বিষয়ে বিশ্বাস করেন না। তিনি জানেন, তারিখ অনুযায়ী শুধু ভোট হয়। বলেন, ‘আমি কোনও তারিখ নিয়ে রাজনীতি করি না। কারণ আমার মতে শুধু ভোটটা তারিখ মিলিয়ে হয়। প্রত্য়েকে নিজের মত করে রাজনীতি করেন। প্রত্য়েকের রাজনীতি করার ঢং আলাদা। কথা বলার ধরন আলাদা। মানুষ ঠিক করে যে কোনটা ঠিক, কোনটা ভুল।’

পাশাপাশি, হাজরার মঞ্চ থেকে দিলীপ ঘোষকে উদ্দেশ করে শুভেন্দুর ‘মর্নিং ওয়াক’ মন্তব্যেরও এদিন পালটা দেন তিনি। বলেন, ‘অনেকে অনুপ্রেরণা পেয়েছেন। আসছেন অনেকে। আমি যেখানেই যাই, লোককে বলি যে সকালে হাঁটুন।’ প্রসঙ্গত, হাজরার সভামঞ্চ থেকে দিলীপ ঘোষকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘মর্নিং ওয়াকে গিয়ে মন্তব্য করি না।’ সেদিন তিনি বলেছিলেন, ‘আমি গিমিকে পছন্দ করি না। আমি সকালে মর্নিং ওয়াকে গিয়েই মিডিয়াকে স্টেটমেন্ট দিই না। আমি যা বলি, ভেবে বলি।’ শুভেন্দুর সেই মন্তব্যেরই এদিন পালটা দিলেন দিলীপ। 

অন্যদিকে, তাঁর এই ডেট-লাইন বা তারিখ ঘোষণা নিয়ে শুভেন্দুর বক্তব্য, ডেডলাইনের কোনও ব্যাপার নেই। যেতেই হবে, সময় বলবে। তারিখ নিয়ে ভুল ব্যাখ্যা হয়েছে বলে দাবি শুভেন্দুর। তাঁর কথায়, ডেডলাইন ছিল না। বলেছিলাম ১২ ডিসেম্বর গুরুত্বপূর্ণ হবে। সেটা পিছিয়ে ১৩ জানুয়ারি হয়েছে। প্রসঙ্গত, ডিসেম্বর ধামাকার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর। অপেক্ষা করুন, ডিসেম্বর মাসের তিনটে তারিখের উপরে নজর রাখুন। রাজ্যের একাধিক জায়গায় সভা করে একথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বার বারই শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘১২, ১৪, ২১ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ।’ 

তবে নির্ঘণ্ট ঘোষণা করেও পিছিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। ওদিকে আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই ডিসেম্বর ধামাকা নিয়ে প্রশ্ন করা হলে, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ চাঁচাছোলা ভাষায় বলেছিলেন, ‘জানি না ১২ তারিখের সঙ্গে কী বিশেষ সম্পর্ক রয়েছে। রাজনীতির সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে বলে আমার মনে হয় না।’

আরও পড়ুন, Asansol Stampede: অভিশপ্ত সন্ধ্যায় উলটপালট সব, প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করা হল না ছোট্ট প্রীতির!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *