Nadia News : কেবল তার নিয়ে গণ্ডগোলের জের, গর্ভবতী মহিলাকে মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে – shantipur neighbours accused of beating a pregnant woman


West Bengal News মর্মান্তিক! বাড়িতে ঢুকে এক গর্ভবতী মহিলাকে (Pregnant Woman) বেধড়ক মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) শান্তিপুর (Shantipur) হরপ্রসাদ স্মৃতি কলোনিতে। আক্রান্ত গৃহবধূর দাবি, কেবল লাইনের তার লাগানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হয়৷ তখন প্রতিবেশীরা গালিগালাজ করলে তিনি প্রতিবাদ করেন৷ এরপরই প্রতিবেশীরা তাঁর বাড়িতে ঢুকে স্বামী সহ তাঁকে মারধর করে বলে অভিযোগ৷ এই ঘটনায় শান্তিপুর থানার দ্বারস্থ হয় অভিযোগকারী রূপা হালদার৷ বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগও দায়ের করেন শান্তিপুর থানায় (Shantipur Police Station)। যদিও অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনও রকম ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ গর্ভবতী গৃহবধূ রূপা হালদারের।
Shantipur Hospital : শিশু মৃত্যু নিয়ে তুমুল বাকবিতণ্ডা, শান্তিপুর হাসপাতালে ভাঙচুর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কেবল লাইনের তার লাগানোকে কেন্দ্র করে বাড়ির পেছনের বসবাসকারী একটি পরিবারের সঙ্গে রূপাদেবীর পরিবারের কথা কাটাকাটি হয় বলে দাবি৷ এরপরেই তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ৷ অভিযোগ, গৃহবধূ রূপা হালদার প্রতিবাদ করলে, প্রতিবেশী পরিবারের সদস্যরা হঠাৎ তাঁদের বাড়িতে হামলা করে এবং তাঁর স্বামীকে মারধর শুরু করে। প্রতিরোধ করতে গেলে গৃহবধূ রূপা হালদারকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ৷ এমনকী, ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়৷ থানায় অভিযোগ করার পরও পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ৷

Dakshin 24 Pargana : পারিবারিক অশান্তির জের, মগরাহাটে ঘুমন্ত স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর
প্রতিবেশী পরিবারের সদস্যরা প্রতিনিয়ত তাঁদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ৷ তাঁরা বর্তমানে প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন৷ ফলে বাড়িতে বসবাস করতে ভয় পাচ্ছেন বলেই দাবি দম্পতির। এরপরও পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না দাবি অভিযোগকারীর৷ গৃহবধূ রূপা হালদার বলেন, ‘‘আমাদের পিছনের বাড়িতে বসবাসকারী এক গৃহবধূ এসে সকালে বলে তার কেবলের তার নিচু হয়ে গিয়েছে৷ আমরা কেবলের তার ঠিক আছে বললেও, মানতে নারাজ ওরা৷ আমার শ্বশুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে৷ তখন আমি প্রতিবাদ করায় আমাকে আর আমার স্বামীকে বেধড়ক মারধর করে৷’’ এমনকী, ধারালো অস্ত্র দিয়েও আক্রমণ করা হয় বলে দাবি গৃহবধূর৷ স্থানীয় লোকজন এসে কোনওরকমে তাঁদের রক্ষা করে এবং ওদের সরিয়ে নিয়ে যায় বলে জানা গিয়েছে৷

Jalapaiguri News : জলপাইগুড়িতে নাবালিকা অপহরণের অভিযোগ, অভিযুক্ত যুবকের খোঁজে পুলিশ
রূপাদেবীর পরিবার আতঙ্কে রয়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও দাবি তাঁদের৷ পুলিশের তরফে কোনও ব্যবস্থা গ্রহণ না করা হলে, তাঁদের পক্ষে বাড়িতে থাকা ক্রমশ দুর্বিসহ হয়ে উঠছে বলেও দাবি রূপা হালদারের৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *