স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কেবল লাইনের তার লাগানোকে কেন্দ্র করে বাড়ির পেছনের বসবাসকারী একটি পরিবারের সঙ্গে রূপাদেবীর পরিবারের কথা কাটাকাটি হয় বলে দাবি৷ এরপরেই তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ৷ অভিযোগ, গৃহবধূ রূপা হালদার প্রতিবাদ করলে, প্রতিবেশী পরিবারের সদস্যরা হঠাৎ তাঁদের বাড়িতে হামলা করে এবং তাঁর স্বামীকে মারধর শুরু করে। প্রতিরোধ করতে গেলে গৃহবধূ রূপা হালদারকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ৷ এমনকী, ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়৷ থানায় অভিযোগ করার পরও পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ৷
প্রতিবেশী পরিবারের সদস্যরা প্রতিনিয়ত তাঁদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ৷ তাঁরা বর্তমানে প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন৷ ফলে বাড়িতে বসবাস করতে ভয় পাচ্ছেন বলেই দাবি দম্পতির। এরপরও পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না দাবি অভিযোগকারীর৷ গৃহবধূ রূপা হালদার বলেন, ‘‘আমাদের পিছনের বাড়িতে বসবাসকারী এক গৃহবধূ এসে সকালে বলে তার কেবলের তার নিচু হয়ে গিয়েছে৷ আমরা কেবলের তার ঠিক আছে বললেও, মানতে নারাজ ওরা৷ আমার শ্বশুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে৷ তখন আমি প্রতিবাদ করায় আমাকে আর আমার স্বামীকে বেধড়ক মারধর করে৷’’ এমনকী, ধারালো অস্ত্র দিয়েও আক্রমণ করা হয় বলে দাবি গৃহবধূর৷ স্থানীয় লোকজন এসে কোনওরকমে তাঁদের রক্ষা করে এবং ওদের সরিয়ে নিয়ে যায় বলে জানা গিয়েছে৷
রূপাদেবীর পরিবার আতঙ্কে রয়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও দাবি তাঁদের৷ পুলিশের তরফে কোনও ব্যবস্থা গ্রহণ না করা হলে, তাঁদের পক্ষে বাড়িতে থাকা ক্রমশ দুর্বিসহ হয়ে উঠছে বলেও দাবি রূপা হালদারের৷