পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দিন ঘোষণার আগে বাড়ি বাড়ি গিয়ে সংরক্ষণের তালিকা খতিয়ে দেখার পরেই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করা হোক। এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন এই মামলায় আদালতের পর্যবেক্ষণ, গত ২৯ জুলাই তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষের গণনার যে বিজ্ঞপ্তি রাজ্য নির্বাচন কমিশন দিয়েছে, তা ত্রুটি যুক্ত। এভাবে আগুপিছু বিবেচনা না করে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোন বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। মামলার আগামী শুনানি পর্যন্ত আপাতত স্থগিত পঞ্চায়েতের তারিখ (Panchayat Election Date Announcement) ঘোষণা সহ বিজ্ঞপ্তি। মামলার পরবর্তী শুনানি আগামী ৯ জানুয়ারি। ওই দিন পর্যন্ত ভোট সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)।
তফসিলি জাতি (Schedule Caste ), উপজাতি (Schedule Tribe) এবং ওবিসি (OBC) সম্প্রদায়ভুক্ত মানুষের গণনার যে বিজ্ঞপ্তি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা। ২৯ জুলাইয়ের এই বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আর্জি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু আদালত শুনানির পর আপাতত পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) নিয়ে বিজ্ঞপ্তি স্থগিত রাখার করা বলে। আগামী ৯ জানুয়ারী মামলার পরবর্তী শুনানি। সেদিনই জানা যাবে নির্বাচন কমিশনের (Election Commission) জন্য কোর্টের আগামীর নির্দেশ।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।