Ramakrishna Math Belur : মা সারদা দেবীর ১৭০তম জন্মতিথি উৎসব, মহা সমারোহে উদযাপন বেলুড় মঠে – maa sarada devi 170th birth anniversary is being celebrated in belur math


Belur Math : আজ, বৃহস্পতিবার শ্রী শ্রী মা সারদা দেবীর (Maa Sarada Devi) জন্মতিথি উৎসব৷ বেলুড় মঠে (Belur Math) মা ঠাকুরনির জন্মতিথির এই উৎসব পালন করা হচ্ছে মহা সমারোহে। মা সারদা দেবীর জন্মতিথির আজ ১৭০তম বর্ষ৷ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সারাদিনব্যাপী রামকৃষ্ণ মঠ ও বেলুড় মঠে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দলে দলে ভক্তবৃন্দরা এসে ভিড় করছেন বেলুড় মঠ প্রাঙ্গণে৷ ফলে সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে বহু মানুষের সমাগম হয়েছে৷

Ramkrishna Sarada Mission: বয়স হয়েছিল ১০২ বছর, রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণার জীবনাবসান
গত বছরের মতো এ বছরও এই অনুষ্ঠান বেলুড় মঠ (Belur Math) পালন করছে ভোরবেলা থেকেই৷ ভোর চারটে ৪৫ মিনিটে শুরু হয় বেলুড় মঠের অনুষ্ঠান৷ প্রথমে মঙ্গল আরতি হয়৷ এছাড়াও রয়েছে বেদ পাঠ, স্তব গান, ভজন, বিশেষ পুজো, হোম, মাতৃসংগীত, শ্রী শ্রী মায়ের কথা পাঠ, ভক্তিগীতি, গীতিনাট্য, শ্যামা সংগীত, পদাবলী কীর্তন, ভজন, ধর্ম সভা৷ এরপরই হবে প্রসাদ বিতরণ৷ তবে প্রসাদ বিতরণেই ইতি নয় অনুষ্ঠানের৷ এরপরও রয়েছে অনুষ্ঠান পর্ব৷ সন্ধ্যা আরতি ও ভজন দিয়ে শেষ হবে এদিনের মা সারদার জন্মতিথি অনুষ্ঠান।

Belur Math: বেলুড় মঠে শ্রী শ্রী মা সারদার জন্মতিথি পালনের নির্ঘণ্ট প্রকাশিত, কখন মঠে ঢুকতে পারবেন ভক্তরা দেখে নিন
এই সকল অনুষ্ঠানে আসতে পেরে উচ্ছ্বসিত ভক্তরা৷ কেউ কেউ আনন্দে কেঁদেও ফেলছেন৷ ভক্তদের আনন্দের বারিধারায় মায়ের জন্মতিথির অনুষ্ঠান পালন চলছে বেলুড় মঠে৷ এদিন বেলুড় মঠে আসাটা তাঁদের কাছে বিশাল পাওনা বলে জানাচ্ছেন দর্শনার্থীরা৷ এঁদের মধ্যে অনেকেই জানান, গোটা দিন ধরেই তাঁরা আজ বেলুড় মঠ (Belur Math) প্রাঙ্গণে থাকবেন৷ প্রসাদ নেবেন এবং সন্ধ্যারতি দেখে তবেই বাড়ি ফিরবেন৷

Belur Math Jagaddhatri Puja 2022 : বেলুড় মঠে জগদ্ধাত্রীর আরাধনায় ভক্তদের ঢল, ৩ প্রহরে চলছে সপ্তমী-অষ্টমী-নবমীর পুজো
প্রসঙ্গত, গত বছরেও এই দিনটি মহা সমারোহে পালন করা হয়েছিল। কারণ তার আগে দু’ বছর বেলুড় মঠ (Belur Math) বন্ধ ছিল করোনা সংক্রমণের জন্য। তখন কোনও ভক্তবৃন্দই মঠে প্রবেশ করতে পারেননি৷ ফলে গত বছরও এই অনুষ্ঠান পালিত হয়েছিল মহা সমারোহে৷ ভক্তরা দলে দলে এসে যোগ দিয়েছিলেন সারদা দেবীর জন্মতিথি অনুষ্ঠানে৷ সেদিনের তাঁদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো৷ দু’বছর পর বেলুড় মঠে আসতে পেরে তাঁদের আনন্দের সীমা ছিল না। তবে গত বছর করোনা বিধি মেনে সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷

আর এবছর করোনার ভয়ভীতি কাটিয়ে ভক্তরা নির্দ্বিধায় বেলুড় মঠে মা সারদা দেবীর জন্মতিথি উৎসবে (Ma Sarada Devi Birth Anniversary) সামিল হয়েছেন৷ ফলে করোনার বিধি নিষেধকে দূরে সরিয়ে বেলুড় মঠও যে আবার পুরনো ছন্দে ফিরেছে, তা বলাই বাহুল্য৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *